বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিলো তাদের দোশররা আজও অশান্তি সৃষ্ঠির পায়তাড়া করছে

ফিরোজ হোসেন : জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে জেলা আইনজীবী ভবনে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি এড. এস এম হায়দার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি ,এম শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা এড. আব্দুল লতিফ, এড. ইউনুচ আলী,এড অজয় কুমার সরকার, এড. নিজামুদ্দিন, এড. অরুন কুমার, এড. আব্দুল লতিফ, এড. অনিত মুখার্জী, মুক্তিযোদ্ধা এড. মোস্তফা নুরুল আলম। আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পিপি এড. মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পিপি এড. নাদিরা পারভীন, সৈয়দ জিয়াউর রহমান, এড. আব্দুর রহমান.আরী হোসেন, একে এম তৌহিদুর রহমান শাহীন, এড শেখ তামিম আহমেদ সোহাগ,আলী হোসেন, এড. ফারুক হোসেন, এড. সাঈদুজ্জামান, এড. হাবিব ফেরদাউস শিমুল, এড. ফুয়াদ হাবিব, এড. আল মাহমুদ পলাশ ,এড. নাজমুন্নাহার ঝুমুর, এড. ফারুক হোসেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক জজকোর্টের বিজ্ঞ পিপি এড. ওসমন গনি। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে বঙ্গবন্ধুর জন্য বাংলাদেশ পেলাম, যার নেতৃত্বে স্বাধীন দেশে জন্মে বিভিন্ন পেশায় দেশের মানুষ চাকরি করছে। তাকে কিভাবে হত্যা করলো বেইমানের দলেরা। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিলো তাদের দোশররা এদেশে আজও অশান্তি সৃষ্ঠির পায়তাড়া করছে। ষোড়শ সংশোধনী নিয়ে বক্তারা বলেন প্রধান বিচারপতি এদেশকে পাকিস্থানের সাথে তুলনা করে কাদের খুশি করতে চাচ্ছে । রাষ্ট্রপতি যাকে নিয়োগ দিলেন তিনিই আবার সংসদকে অবৈধ বলে, সরকারকে অবৈধ বলে । এসময় বক্তারা হুশিয়ারী দিয়ে বলেন অসাংবিধানিক কিছু করার চেষ্টা করা হলে আইনজীবীরা বসে থাকবেনা । কারও বক্তব্য দেওয়ার ইচ্ছে হলে বিচারের আসন ছেড়ে রাজনীতিতে আসুন।

 

 

Check Also

রাজনৈতিক অঙ্গনে কৌতূহল, নতুন বছরে আসছে নতুন দল!

জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। কিন্তু বসে নেই রাজনৈতিক দলগুলো। নির্বাচনের বিষয়টি মাথায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।