রোহিঙ্গা মুসলিমদের ওপর সব ধরণের নির্যাতন বন্ধ করে তাদের নাগরিকত্ব দেয়ার ব্যবস্থা করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক একটি কমিশন। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বাধীন কমিশন এ আহ্বান জানিয়েছে। কমিশন রোহিঙ্গাদের অবাধ চলাচলের ক্ষেত্রের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। রিপোর্টে কমিশন সতর্কবার্তা দিয়ে বলেছে, রোহিঙ্গাদের ওপর বিধিনিষেধ প্রত্যাহার করা না হরে রোহিঙ্গাদের পাশপাশি সংখ্যাগুরু বৌদ্ধ জনগোষ্ঠীও কট্টরপন্থার দিকে ধাবিত হতে পারে।
উল্লেখ্য, রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর দেশটির সেনা অভিযানে ব্যাপক নির্যাতন, হত্যাযজ্ঞ ও ধর্ষণের অভিযোগ ওঠে। এরপর, গত অক্টোবর মাস থেকে ৮৭ হাজারেরও বেশি রোহিঙ্গা দেশ ত্যাগে বাধ্য হন।
Check Also
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করেননি সমাজী
জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে আন্তর্জাতিক …