ঢাকা: ফেসবুক-টুইটার বাদ দিয়ে বিএনপিকে রাজপথে আসার আহ্বান জানিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।
বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হল ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
ছাত্রলীগ সেক্রেটারি বলেন, আপনারা ডিজিটাল আন্দোলনের হুমকি ছেড়ে রাজপথে আসুন, ছাত্রলীগই যথেষ্ট।
তিনি বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনীর একটি রায় নিয়ে বিএনপির নেতারা আজকে লাফালাফি করছে। তারা আবার অবৈভাবে ক্ষমতায় যাওয়ার একটি স্বপ্নে বিভোড় হয়ে পড়েছে। কিন্তু তাদের ষড়যন্ত্র সফল হবে না। দেশের ছাত্র সমাজ রুখে দাঁড়াবে।
Check Also
তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …