ভোটারবিহীন আরেকটি নির্বাচনের ষড়যন্ত্র চলছে’

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম.এ মান্নান বলেন, ভোটারবিহীন আরেকটি প্রহসনের নির্বাচন অনুষ্ঠানের ষড়যন্ত্র চলছে। জনগণকে সাথে নিয়ে বিএনপি সেই ষড়যন্ত্র প্রতিহত করবে।

বৃহস্পতিবার টঙ্গীতে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম পূরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গাজীপুর জেলা শ্রমিক দলের সভাপতি সালাহ উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন, গাজীপুর জেলা যুবদলের সভাপতি এডভোকেট এমদাদ খান, জেলা ছাত্রদলের সভাপতি শরাফত হোসেন, সাধারণ সম্পাদক ও গাসিক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আরিফ হোসেন হাওলাদার,শ্ রমিক দল নেতা আবুল হাসেম, যুবদল নেতা জসিম উদ্দিন বাট, টঙ্গী থানা বিএনপির দপ্তর সম্পাদক লিয়াকত আলী, টঙ্গী থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী, শ্রমিক নেতা লিটন খান ও ছাত্রদল নেতা সিরাজুল ইসলাম সাথী প্রমুখ।
মেয়র এম.এ মান্নান আরো বলেন, যতই ষড়যন্ত্র হোক বিএনপিকে কখনো ধ্বংস করা যাবে না। সুষ্ঠু ও অবাধ নির্বাচনে প্রমাণ হবে জনগণ কাদের সাথে আছেন। নির্বাচনী খেলার মাঠে নামুন। দেখা যাবে কার কত জনপ্রিয়তা আছে।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।