ঢাকা: ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব শাহেদুল খবির চৌধুরী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে গুলশানের হোটেল ওয়েস্টিনের কাছে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের এক কনস্টেবলের শটগানের গুলিতে গুলিবিদ্ধ হন তিনি। জানা গেছে, হোটেল ওয়েস্টিন থেকে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে হোটেল থেকে বেরিয়ে সড়কের পাশে অবস্থান করছিলেন তিনি। এসময় ওই কনস্টেবলের গুলিতে গুলিবিদ্ধ হন তিনি। ঘটনায় জড়িত কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে বলেও জানা গেছে।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মহাসচিব শাহেদুল জানান, গতকাল রাতে হোটেল ওয়েস্টিনে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সভা ছিল। সভা শেষে হোটেল থেকে বেরিয়ে সড়কের পাশে অবস্থান করছিলেন তিনি। তাঁর কাছেই পুলিশের কয়েকজন সদস্য কর্তব্যরত ছিলেন। তাঁদের একজনের শটগান থেকে গুলি বেরিয়ে তাঁর শরীর লাগে।
ঘটনার পরপরই গুলিবিদ্ধ শাহেদুলকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক শীর্ষনিউজকে জানান, পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের এক কনস্টেবলের শটগানের মিস ফায়ার হয়ে আহত হন সচিব শাহেদুল ইসলাম। এ ঘটনায় ওই কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। তবে কনস্টেবলের নাম জানাতে পারেন নি তিনি।
তিনি আরো জানান, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
Check Also
আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. …