ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশের পরিস্থিতি ভয়াবহ। যেকোনো মুহূর্তে যেকোনো অশুভ শক্তির আবির্ভাব ঘটতে পারে। তাই সরকার প্রধানের উচিত অবিলম্বে পদত্যাগ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আলোচনায় বসা।
তিনি বলেন, রাষ্ট্রপতি ও প্রধান বিচাপতিকে বিতর্কিত করেছে সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা । তারা রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে বিতর্কিত করে আরো একটি ১/১১ ঘটাতে চাচ্ছে।
শুক্রবার রাজধানীর সেগুনবাগিচাস্থ স্বাধীনতা মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
“বিচার বিভাগের বিরুদ্ধে সরকারের অবস্থান : কোন পথে বাংলাদেশ”- শীর্ষক এ আলোচনার আয়োজন করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ ।
১/১১-এর মতো কোনো অনৈতিক শক্তি ছাড়া আওয়ামী লীগকে কেউ রক্ষা করতে পারবে না বলেও মন্তব্য করেন দুদু।
শামসুজ্জামান দুদু প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে বলেন, প্রধানমন্ত্রী শপথ ভঙ্গ করেছেন। তিনি রাগ-অনুরাগের বশবর্তি হয়ে সংবিধান, রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে বিতর্কিত করেছেন। তারা তাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে একের পর এক অপকৌশল চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, আওয়ামী লীগ-জামায়াত-জাপার আন্দোলনের ফসল হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। আর এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আওয়ামী লীগের সাথে আলোচনা করেই বিচাপতি খায়রুল হক বাতিল করেছে। তারা তাদের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আজকের চলমান রাজনৈতিক অস্থিরতার জন্য দায়ী বিচারপতি খায়রুল হক।
দুদু বলেন, গণতন্ত্র ও সংবিধান প্রশ্নে ষোড়শ সংশোধনী বাতিলের প্রধান বিচারপতির রায়কে বিএনপি ও ২০ দলীয় জোট স্বাগত জানায়। সরকার, গণতন্ত্র, নির্বাচন সম্পর্কে প্রধান বিচারপতি এসকে সিনহার মতামত অত্যান্ত গুরুত্বপূর্ণ। ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর সরকার ক্ষতায় থাকার সকল নৈতিক অধিকার হারিয়েছেন।
ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়ার সভাপতিত্বে ও মহানগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলুর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন বিএনপি চেয়াপরসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, ন্যাপ যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া প্রমুখ।
Check Also
অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে : অ্যাটর্নি জেনারেল
র্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল …