আগামী দুইমাস কোন এনজিও বানভাসিদের কাছে কিস্তি আদায় করতে পারবে না -প্রতিমন্ত্রী পলক#“মানুষের পাশে আমরা” চলনবিলে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ

নাটোর সংবদদাতা1
আগামী দুই মাস চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলায় বানভাসি ও বন্যা দুর্গত মানুষের কাছ থেকে কোন বেসরকারী এনজিও কিস্তির টাকা আদায় করতে পারবে না। যদি কোন এনজিও বানভাসি মানুষের কাছে কিস্তির টাকার জন্য চাপ সৃষ্টি করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারী দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি। শনিবার সকাল থেকে নাটোরে সিংড়া উপজেলার ডাহিয়া, ইটালী, বিয়াশসহ বিভিন্ন এলাকার বানভাসি মানুষদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ কালে তিনি এমন হুঁশিয়ারী দেন। প্রতিমন্ত্রী এসময় আরো বলেন, বন্যার পানি নেমে গেলে বানভাসি মানুষরা অর্থনৈতিক ভাবে স্বচ্ছল হলেই কেবল কিস্তির টাকা পরিশোধ করবেন। তার আগে কেউ কোন টাকা দিবেন না। তিনি বলেন, বন্যার কারণে বানভাসিদের অনেকের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানি নেমে গেলে ক্ষতিগ্রস্তদের তালিকা করে সামর্থমত সাহায্য সহযোগিতা করে পুর্নবাসন করা হবে। এ থেকে ক্ষতিগ্রস্ত কোন ব্যাক্তির কেউ বাদ যাবে না। পলক আরো বলেন, গত দুই সপ্তাহ ধরে সিংড়া উপজেলার ২৬ আশ্রয় কেন্দ্রে তিনবেলা করে খাবার দেয়া হচ্ছে। এমনকি এই সময়ের মধ্যে ত্রান বিতরণে কোন বিশৃংখলা হয়নি। বানভাসি এসব মানুষ যতদিন তাদের ঘরে ফিরে যেতে না পারবে, ততদিন পর্যন্ত তাদের মাঝে খাবার বিতরনসহ ত্রান সহায়তা দেয়া হবে। একটি মানুষও না খেয়ে থাকবেনা বলে যোগ করেন প্রতিমন্ত্রী। এসময় প্রতিমন্ত্রী প্রায় ১হাজার ৫শত বন্যার্ত মানুষের হাতে ত্রাণ তুলে দেন। ত্রান বিতরনকালে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি ওহিদুর রহমান শেখ, ডাহিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালামসহ ছাত্রলীগ,যুব লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগসহ স্থানীয় নেতৃবৃন্দ ।

 

3নাটোর সংবদদাতা:“মানুষের পাশে আমরা” রায়বাজারের বন্ধু মহল শনিবার সকালে নাটোরের সিংড়ার চলনবিলে বন্যায় ক্ষতিগ্রস্থ অর্ধশত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। এসময় পরিবার প্রতি ৪ কেজি চাল, ৩ কেজি চিড়া, ২ কেজি আলু, এক কেজি সোয়াবিন তেল, এক কেজি চিনি, ৫০০ গ্রাম মশুড়ের ডাল, এক প্যাকেট সেমাই, পাঁচটি ওরস্যালাইন, ১২টি মোমবাতি ও একটি লাইটার প্রদান করা হয়। গত কয়েক দিনের বর্ন্যায় চলনবিলের সিংড়া উপজেলার প্রায় ৯ হাজার পরিবার ক্ষতিগ্রস্থ হয়। এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক অ্যাডভোকেট মুক্তার হোসেন, অধ্যাপক আখতারুজ্জামান, ঢাকার রায়বাজার বন্ধু মহলের রাজিব আহমেদ, ই¯্রাফিল হোসেন, রুহুল আমিন, নাঈমুর রহমান, সাইদুর রহমান, মারুফ হোসেন, প্রিন্স, সিংড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ।2

মোঃ রিয়াজুল ইসলাম

Check Also

সাতক্ষীরা টু শ্যামনগর মহাসড়ক সংস্কারের দাবিতে দেবহাটায় মানববন্ধন

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা টু শ্যামনগর মহাসড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। মঙ্গলবার (১৯ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।