পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় আওয়ামী যুবলীগের উপজেলা শাখার উদ্যোগে জাতির জনকের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় স্থানীয় পাইকগাছা আইনজীবী সমিতি মিলনায়তনে উপজেলা যুবলীগের সভাপতি এস,এম, সামছুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজল কান্তি বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আ’লীগের সহ-সভাপতি ও উপজেলা শাখার আহবায়ক গাজী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন, জি,এম, ইকরামুল ইসলাম, এস,এম, রেজাউল হক, দেবব্রত কুমার ঢালী, শেখ আতাউর রহমান। বক্তব্য রাখেন, গৌরাঙ্গ কুমার মন্ডল, সুকুমার চন্দ্র ঢালী, চিত্তরঞ্জন বাছাড়, মোস্তাফিজুর রহমান মিন্টু, মিসেস নাজমা কামাল, মিজানুর রহমান গাজী, এস,এম, নুরুল ইসলাম, বাবুলাল বিশ্বাস, জহুরুল হক সানা, সরদার জাকির হোসেন, সায়েদ আলী মোড়ল কালাই, মানবেন্দ্র মন্ডল, সুভংকর রায়, বিদ্যুৎ বিশ্বাস, পুলকেশ রায়, বিমল পাল, সুব্রত রায়, মোমিন ফকির, অহেদুজ্জামান মোড়ল, শাহরাবুল ইসলাম প্রিন্স, দিজেন্দ্রনাথ মন্ডল, জুলি আক্তার, শামিমা আক্তার, ছাত্রনেতা শেখ আবুল কালাম আজাদ, প্রদীপ মন্ডল, মধুসুধন হালদার, মফিজুল ইসলাম, মিজানুর রহমান, জাহাঙ্গীর হোসেন, মুজাহিদ, জাহাঙ্গীর সরদার, গোলজার রহমান, হাফিজুল ইসলাম, শহিদুল্লাহ কায়সার, দেবাশীষ মন্ডল, মশিয়ার রহমান, জয়ন্ত সরকার প্রমুখ।
পাইকগাছায় প্রতিপক্ষের হাতুড়ী পেটায় যুবক রক্তাক্ত জখম
পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় প্রতিপক্ষের উপর্যুপরি হাতুড়ী পেটায় মাহমুদুল হাসান নামে এক যুবক রক্তাক্ত জখম হয়ে খুমেক হাসপাতালে ভর্তি হয়েছে। মাথায়, পিঠে, দু’পায়ের হাটুতে মারাত্মক আঘাতপ্রাপ্ত অবস্থায় আহত মাহমুদুলকে শুক্রবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে শনিবারে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ক্ষতিগ্রস্থ পরিবারের অভিযোগ প্রতিপক্ষরা নিজেদের শরীরের বিভিন্ন স্থানে কেটে-কুটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। ঘটনাটি ঘটেছে, শুক্রবার সাড়ে ৬ টার দিকে উপজেলার ভিলেজ পাইকগাছা গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও জখমীর পরিবারের অভিযোগ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে আহত মাহমুদুলের বোন হেনা খাতুনের শিশুকন্যাকে একই এলাকার ভ্যান চালক আক্তার সানা চিমটি কাটলে সে ব্যথা পেয়ে কান্নাকাটি শুরু করে। এ বিষয়ে হেনা ও আক্তার সানার মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে মাহমুদুল বাড়ী থেকে বেরিয়ে এসে ঘটনা জানার চেষ্টা করলে উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়কালে স্থানীয় লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। হেনা অভিযোগ করেছেন, সন্ধ্যার পূর্ব মুহুর্তে আক্তার, তার ছেলে সবুজ এবং স্ত্রীকে নিয়ে পরিকল্পিতভাবে মাহমুদুলের উপর হামলা চালায়। এক পর্যায়ে পার্শ্ববর্তী ফার্নিচার ঘর হতে হাতুড়ী এনে মাহমুদুলের মাথা, দু’পায়ের হাটুসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি পিটিয়ে রক্তাক্ত জখম করে। মাহমুদুলের চিৎকারে তার অসুস্থ স্ত্রী ঠেকাতে আসলে তাকেও বেদম মারপিট করে। আক্তারদের হামলায় মাহমুদুল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে স্থানীয় লোকজন রক্তাক্ত জখম অবস্থায় তাকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। স্থানীয়দের অভিযোগ এর আগেও সবুজ ও আক্তার কয়েকজনকে এমনিভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করার কারণে মাথা ফাটানো সবুজ নামে পরিচিত হয়েছে। পাইকগাছা হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মাহমুদুলের অবস্থা বেগতিক দেখে তাকে শনিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।
পাইকগাছাছা প্রেসক্লাবে ২ লাখ টাকা অনুদান ঘোষণা দেয়ায় জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদকে অভিনন্দন
পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি বর্ষীয়ান নেতা শেখ হারুনুর রশিদ ২ লাখ টাকার আর্থিক ঘোষনা দিয়েছেন। তাঁর অর্থ বরাদ্দের ঘোষনায় পাইকগাছা প্রেসক্লাব সভাপতি- সম্পাদক, কমিটি সংশ্লিষ্ঠসহ সকল সাংবাদিকরা জেলা পরিষদের চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ ২২ আগস্ট বিকেলে পাইকগাছা পৌর শহীদ মিনার চত্ত্বরে মেয়র আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যের শেষ পর্যায়ে প্রেসক্লাব উন্নয়নে এ অর্থ বরাদ্দের ঘোষণা দেন।
প্রেরক
জি,এ, গফুর
পাইকগাছা, খুলনা।