২২ গজেই ‘হানিমুন’ সারলেন, বল হাতে চমকে দিলেন তরুণ স্পিনার

বিয়ে সেরে ১২ ঘণ্টার মধ্যেই টিম হোটেলে উপস্থিত হলেন লঙ্কান তরুণ স্পিনার আকিলা ধনঞ্জয়। স্ত্রী নিথালি তিকসিনিকে ছেড়েই সেরে ফেললেন হানিমুন।

তবে কথা দিয়েছিলেন, হানিমুন তিনি স্মরণীয় করে রাখবেন। তাই করলেন। দ্বিতীয় ওয়ানডে-তে জীবনের সেরা পারফরম্যান্স করেছেন ধনঞ্জয়।

মহেন্দ্র সিংহ ধোনি ও ভুবনেশ্বর কুমারের ব্যাটিং দাপটে শ্রীলঙ্কা ম্যাচ হেরে গেলেও রহস্যময় স্পিনার ১০ ওভার হাত ঘুরিয়ে ভারতের ছয়টি উইকেট তুলে নিয়েছিলেন।

ধনঞ্জয়ের বাড়ি কলম্বো থেকে ৩০ কি.মি. দূরে। মিস্ট্রি স্পিনারের বাবা কাঠের মিস্ত্রি। ছোটবেলা থেকেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকলেও গ্রামে খেলার সময়েই ধনঞ্জয়ের বোলিং সবার মন কেড়ে নিয়েছিল। গ্রামের সবাই মনে করতেন, একদিন জাতীয় দলের হয়ে খেলবেন ধনঞ্জয়।

একই ওভারে চার ধরনের বল করার ক্ষমতা আছে ধনঞ্জয়ের। সেই ডেলিভারি সামলাতে না পেরে ভারতের বাঘা বাঘা ব্যাটসম্যানরা এসেছেন আর ফিরে গেছেন প্যাভিলিয়নে।

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।