শেখ কামরুল ইসলাম:
আদর্শ গ্রাম বাংলাদেশের প্রাণ, আদর্শ গ্রাম উন্নয়নে ইসলামী ব্যাংক শ্লোগানে কেন্দ্র প্রধান ও সহকারি কেন্দ্র প্রধানদের প্রশিক্ষণ কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় ইসলামী ব্যাংকের অফিসে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব দ্যা জোন মাকসুুদুর রহমানের সভাপতিত্বে ও হুমায়ুন কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহম্মেদ, জেলা পরিষদ সদস্য শাহানাজ পারভীন মিলি, সাতক্ষীরা ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট শেখ আব্দুস সালাম, খুলনা জেলা আরডিএস জোন অফিসার প্রধান মীর আনিছুর রহমান, সহকারি আরডিএস প্রধান মোঃ আব্দুল্লাহ আল মামুন, ইসলামী ব্যাংক হাসাপাতালের প্রশাসনিক কর্মকর্তা হামিদুল ইসলাম খান। এসময় উপস্থিত ছিলেন, নাছিমা খাতুন, অনিমা রানী, রওশন আরা, তারক দেবনাথ, শহিদুল ইসলামসহ বিভিন্ন শাখা ও ব্যাংকের কর্মকর্তাবৃন্দ। এসময় বক্তারা বলেন, দারিদ্র বিমোচনের লক্ষ্যে ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় যে ঋন প্রদান করছে তা সত্যি প্রশংসার দাবিদার। গরিব, অসহায় ও দুস্থ্য মানুষের স্বাভাবিক জীবনে ফিরে আসতে ইসলামী ব্যাংক তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। বর্তমানে দেশের অর্ধেক নারী। অতএব নারীদের পিছিয়ে রেখে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব না। দেশের বর্তমান প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী ও স্পীকার নারী। এজন্য বর্তমান সরকার পুরুষের পাশাপাশি নারীদেরও কর্মস্থানের ব্যবস্থা করেছেন। বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা পর দেশের গ্রাম্য পর্যায়ের মানুষদের উন্নয়নের জন্য কাজ শুরু করেছিলেন। আর বর্তমানে ইসলামী ব্যাংকের মাধ্যমে দুস্থ্য ও অসহায় ব্যক্তিরা ঋন নিয়ে তাদের ভাগ্যের চাকা পরিবর্তন করতে সক্ষম হয়েছে। আগামীতে তাদের এ ঋন প্রকল্পের ধারা অব্যহত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানানো হয়।
Check Also
সাতক্ষীরা জেলা জলবদ্ধতা নিরসন কমিটির সভা
শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা :সাতক্ষীরা জেলা জলবদ্ধতা নিরসন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সাতক্ষীরা জেলা …