মোস্তফা কামাল ঃ সাতক্ষীরা-৪ আসনের (শ্যামনগর ও কালিগঞ্জ আংশিক) পূর্নবিন্যাস নিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেছেন শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি ও একাদশ সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ।
গত ২০ আগষ্ট ২০১৭ তারিখে আবেদন পত্রটি জমা দেন। আবেদন সূত্রে প্রকাশ ২০০৮ সালের আদলে শ্যামনগর উপজেলাকে পৃথক সংসদীয় আসন হিসেবে গন্য করা সমস্ত উপজেলা বাসীর দাবী বলে এই দরখাস্তে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের মধ্যে শ্যামনগর থানা সর্ব বৃহৎ উপজেলা, আয়তন,৪৮৩.১১ বর্গ কি.মি.(সুন্দরবন ব্যতীত) লোকসংখ্যা প্রায় ৪ লক্ষ ৭৫ হাজার, ভোটার সংখ্যা (ু২০১৭ সাল) প্রায় ৩ লক্ষ ১০ হাজার। শ্যামনগর উপজেলাটিকে পূর্বের ন্যয় পৃথক একটি সংসদীয় আসনে রুপান্তরিত করার দাবী জানান হয়।