চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা বেগমকে ৩০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার বিকেলে গণভবনে অভিনেত্রীর হাতে পারিবারিক সঞ্চয়পত্র ও চেক তুলে দেন তিনি। ‘আনোয়ারা বেগম সাহায্য চান না, স্বামীর চিকিৎসার জন্য পাওনা টাকা ফেরত চান’ গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদ নজরে আসে প্রধানমন্ত্রীর। এরপর শেখ হাসিনা তাঁর ব্যক্তিগত সহকারীকে অভিনেত্রী আনোয়ারার সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেন। মেয়ে রুমানা ইসলাম মুক্তিকে নিয়ে আজ গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলে অভিনেত্রীর হাতে চেকটি তুলে দেয়া হয়। এসময় আনোয়ারা কান্নায় ভেঙ্গে পড়েন।
Check Also
অন্তর্বর্তী সরকারকে ডি-স্ট্যাবিলাইজ করার ষড়যন্ত্র হচ্ছে: ফারুকী
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নানান ইস্যুতে প্রতিবাদের সুরে কথা বলেন। বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকেই ছাত্র-জনতাকে …