ঢাকা: ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর আওয়ামী লীগ নেতাকর্মীরা জ্ঞানশূন্য হয়ে পড়েছে বলে মন্তব্য করেছে বিএনপি।
রোববার বেলা ১২ টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান এ মন্তব্য করেন।
নোমান বলেন, ষোড়শ সংশোধনী রায়ের পর আওয়ামী লীগ নেতাকর্মীরা জ্ঞানশূন্য হয়ে পড়েছেন। এখন তারা নানা ধরনের বক্তব্য দিচ্ছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রাণ বিতরণের নামে বন্যাদুর্গত এলাকায় গিয়ে ভোট চাচ্ছেন। আর বানভাসীদের কাছে যেতে আমাদেরকে বাধা দেয়া হচ্ছে। বন্যাদুর্গত এলাকার মানুষ সর্বহারা হয়ে গেছে।
Check Also
অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে : অ্যাটর্নি জেনারেল
র্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল …