রায়কে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে সরকার: মোশাররফ

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে সরকার।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে কাজী নজরুল ইসলামের ৪১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মোশাররফ বলেন, সুপ্রিম কোর্টের রায়কে কেন্দ্র করে বর্তমান সরকারের ঘুম হারাম হয়ে গেছে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকার দলীয় নেতারা সুপ্রিম কোর্টের রায়কে জনগণের কাছে প্রশ্নবিদ্ধ করার জন্য এমন কোন ষড়যন্ত্র ও কৌশল নেই, যা তারা গ্রহণ করছে না।
মোশাররফ আরো বলেন, সুপ্রিম কোর্টের রায়ে সরকারের ভিত সরে গেছে। তাদের পায়ের নিচে মাটি নেই। আগেও তাদের পায়ের নিচে মাটি ছিল না। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন তার প্রমাণ।
তিনি বলেন, আওয়ামী লীগের বক্তব্য, কর্মসূচী থেকে প্রমানিত হয় তারা বাকশাল কায়েম করার চেষ্টা করছে।
তিনি আরো বলেন, রাষ্টের তিনটি স্তম্ভের মধ্যে একদিকে পার্লামেন্ট অকার্যকর। তারা ভাবছে কোনভাবে যদি বিচারবিভাগকে অকার্যকর করে দেওয়া অথবা দখল করা যায় তাহলে যে অবশিষ্ট অংশ নির্বাহী বিভাগ থাকে তার নির্বাহী প্রধান প্রধানমন্ত্রী। অতএব রাষ্ট্রের যে তিনটি স্তম্ভ আছে তাকে তারা ধ্বংস করার চেষ্টা করছে। আর সেটা যদি সম্ভব হয় তাহলে আওয়ামী লীগ লিখিত ভাবে বাকশাল কায়েম করার স্বপ্ন দেখবে

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।