ঢাকা: সীমান্তে আরাকান আর্মিদের বিরুদ্ধে জয়েন্ট অপারেশনের প্রস্তাব দিয়েছে ঢাকা। একই সঙ্গে মিয়ানমারের অভ্যন্তরীণ সন্ত্রাসী হামলার সঙ্গে ‘বাঙালী’ শব্দের ব্যবহারের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
সোমবার ঢাকায় নিযুক্ত মিয়ানমার রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রনালয়ে ডেকে এনে এই প্রতিবাদ জানানো হয়।
বাংলাদেশের তরফ থেকে স্পষ্ট বলা হয়েছে, গত সপ্তাহে মিয়ানমারে পুলিশের উপর হামলার ঘটনাটি তাদের অভ্যন্তরীণ বিষয়। তার সঙ্গে ‘বাঙালী’ শব্দের ব্যবহার নিন্দনীয়। এটি অগ্রহণযোগ্য।
রাষ্ট্রদূতকে আরো বলা হয়েছে, যদি তারা মনে করে, সীমান্তে সন্ত্রাসী বা জঙ্গি আছে, তাদের ধরতে ঢাকা সর্বাত্মক সহযোগিতা করবে। বাংলাদেশের মাটি কোন দেশের বিরুদ্ধে সন্ত্রাসী বা জঙ্গি কর্মকান্ডে ব্যবহার করার কোন সুযোগ না দেয়ার যে নীতি সরকারের রয়েছে তা স্পষ্ট করে বলা হয়েছে।
উল্লেখ্য, গতবছর আগস্ট মাসে বাংলাদেশ যৌথ অভিযানের প্রস্তাব দিলেও সেখানে এত খুঁটিনাটি সেখানে ছিল না। এ বিষয়ে এ বছরের এপ্রিল মাসে বিজিবি-বিজিপি বৈঠক হয়েছিল। সেখানেও বিষয়টি নিয়ে আলোচনা হয় তবে কোনও সিদ্ধান্ত হয়নি।
Check Also
তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …