ঢাকা: স্পিন আতঙ্কই ভর করেছে অস্ট্রেলিয়া শিবিরে। দিনের শুরুতে সেটা আরো একবার প্রমাণ হলো। অধিনায়ক স্টিভেন স্মিথ সাজঘরে ফিরলেন তরুণ তুর্কি মেহেদী হাসান মিরাজের বলে। মাত্র ৮ রানে বোল্ড হয়ে মাঠ ছাড়লেন এই অধিনায়ক।
নিজের দ্বিতীয় ওভারে বল হাতেই সফল মিরাজ। এ নিয়ে তার ঝুলিতে উইকেট পড়ল দুটি। গতকাল ওপেনার ডেভিড ওয়ার্নারকে শুরুতেই ফেরান এই তরুণ স্পিনার। তারও সংগ্রহ ছিল ৮ রান।
স্পিনেই তাদের ভয় ছিল। সেই স্পিনেই কুপোকাত হয়েছে অস্ট্রেলিয়া। কাল শেষ বেলায় পর পর তিন উইকেট হারিয়ে চাপে ছিল অসিরা। আজ দিনের শুরুটাও হলো স্পিনে। প্রথম বল হাতে নেমেছেন মেহেদী হাসান মিরাজ।
Check Also
‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’
টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …