ফিরোজ হোসেন : সাতক্ষীরা জেলা অটোরিক্সা, অটোটেম্পু, মিশুক, বেবী টেক্সি, টেক্সিকার মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে ঈদ উল-আযহা উপলক্ষে শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় সংগঠনের খুলনা রোডস্থ অস্থায়ী কার্যালয় এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।জেলা অটোরিক্সা, অটোটেম্পু, মিশুক, বেবী টেক্সি,টেক্সিকার শ্রমিক ইউনিয়নের সভাপতি সানাউল্লাহ বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মো.আব্দুল্লাহ সরদার। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মালিক সমিতির সাধারন সম্পাদক মো.গাউজ আলী সরদার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো.ওলিউর রহমান মুকুল,সহ সভাপতি নাহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো.আবু সাঈদ মোড়ল,সাংগঠনিক সম্পাদক শাহীন আক্তার, কোষাধ্যক্ষ মিলন হোসেন ,তারিকুল ইসলাম, মুফতি আব্দুল গফুর, , মালিক সমিতির লাইন বিষয়ক সম্পাদক বজলুর রহমান ,শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ। উল্লেখ্য এসময় ৩৮২ জন শ্রমিকদের মধ্যে সিমাঈ চিনিসহ বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
Check Also
তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …