বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি মোশাররফ করিম

শুটিং চলাকালে অসুস্থ হয়ে পড়ায় অভিনেতা মোশাররফ করিমকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) আছেন তিনি।

মঙ্গলবার রাতে পুবাইলের নাটকের শুটিং করার সময় অসুস্থ হয়ে পড়েন মোশাররফ। রাত ১টার দিকে তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করতে থাকেন।   দ্রুত তাকে উত্তরার ওই হাসপাতালে নিয়ে আসা হয়। রাত ২টার দিকে তাকে হাসপাতালের সিসিইউতে নেয়া হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, এখন তিনি আশঙ্কামুক্ত। তবে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে। হঠাৎ পেসার হাই হওয়াতেই এমনটা হয়েছে।

Check Also

৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।