কালিয়াকৈরে পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু ॥বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবক নিহত#গাজীপুরে স্কুল ছাত্রকে কুপিয়ে ও ঘাড় কেটে হত্যা#

গাজীপুর সংবাদদাতা, ৩১ জুলাই ঃ গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার কোরবানির পশুরহাটে যাওয়ার পথে নৌকা ডুবে এক ব্যাক্তি মারা গেছে। তার ফজল মিয়া (৫২)। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাধানগর এলাকার মৃত হায়েত আলীর ছেলে।

এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার ঢাকার ধামরাই উপজেলার কালামপুর গরুর হাটে যাচ্ছিল ফজল মিয়া। পথে কালিয়াকৈর উপজেলার শেওড়াতলী এলাকায় কালিয়াকৈর-ধামরাই সড়কের ডুবে যাওয়া অংশ নৌকাযোগে পার হচ্ছিলেন। কিছুদূর যাওয়ার পর নৌকাটি পাঁচ আরোহীসহ হঠাৎ পানিতে ডুবে যায়। স্থানীয়রা চারজনকে উদ্ধার করলেও ফজল মিয়াকে পাওয়া যায় নি। পরে এলাকাবাসী দীর্ঘ প্রায় তিনঘন্টা তল্লাশী চালিয়ে ঘটনাস্থল থেকে প্রায় সাড়ে তিনশ’ গজ দূরে পানির নীচ থেকে ফজল মিয়ার লাশ উদ্ধার করে।

আটাবহ ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য শ্রী বংশী বধন জানান, পানিতে ডুবে ফজল মিয়ার মৃত্যু হয়েছে। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবক নিহত
গাজীপুর সংবাদদাতা, ৩১ জুলাই ঃ গাজীপুরে বৃহষ্পতিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবক নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজনের নাম বোরহান উদ্দিন (২৮)। সে ঢাকা ক্যান্টনমেন্টের ভাষানটেক এলাকার বাসিন্দা মোঃ জালাল মিয়ার ছেলে। নিহত অপরজনের (২৫) পরিচয় জানা যায়নি।

জয়দেবপুর থানার এসআই উজ্জল হোসেন ও নিহত বোরহানের বাবা জালাল মিয়া জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর স্টেশনরোড এলাকায় কপিকল (চেইন-কোপ্পা)-এর দোকান রয়েছে বোরহানের। বোরহান জয়দেবপুর থানার ইটাহাটা এলাকার ভাওয়াল বদরে আলম সরকারী কলেজের পশ্চিমপাশের ক্যাপ তৈরির একটি কারখানা থেকে এম্ব্রয়ডারিসহ কয়েকটি ভারী মেশিন ট্রাকে তুলে দেয়ার চুক্তি নেয়। সে অনুযায়ি বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কপিকল দিয়ে মেশিন ট্রাকে তুলতে গিয়ে কপিকল স্থাপনের কাজ করছিল ৬ শ্রমিক। এসময় অসাবধানতাবশতঃ উপরে ঝুলে থাকা বিদ্যুতের তারের সঙ্গে কপিকলের খুটির স্পর্শ হলে ওই বোরহানসহ ছয় শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে এলাকাবাসী ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষনা করেন।

গাজীপুরে স্কুল ছাত্রকে কুপিয়ে ও ঘাড় কেটে হত্যা
গাজীপুর সংবাদদাতা, ৩১ জুলাই ঃ গাজীপুরে এক স্কুল ছাত্রকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে তার লাশ বিটিসিএল’র একটি বাগান থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম জনি (১৫)। সে গাজীপুর সিটি কর্পোরেশনের বাড়িয়ালী গ্রামের জাকির হোসেনের ছেলে এবং টিএন্ডটি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

জয়দেবপুর থানার এস আই মোঃ মোমিন মিয়া ও নিহতের নানা আওয়ামীলীগ নেতা জুলহাস উদ্দিন জানান, বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় জনি। স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায় নি। পরদিন বৃহস্পতিবার সকালে নলজানিস্থ গাজীপুর টেলিফোন এক্সচেঞ্জ অফিসের উত্তরে বিটিসিএল’র সেগুন বাগানের একটি পুকুরের পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার দুপুরে তার লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারালো অস্ত্রে তার ঘাড় ও গলার অধিকাংশটুকু কাটা ছিল এবং পেট ও পা’সহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, বুধবার রাতে নির্জনস্থানের ওই বাগানে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও ঘাড়সহ গলার অধিকাংশটুকু কেটে তাকে হত্যা করে পালিয়ে যায়। তবে কি কারণে সে খুন হয়েছে তা জানা যায়নি।
গাজীপুরে স্কুল ছাত্রকে কুপিয়ে ও ঘাড় কেটে হত্যা
গাজীপুর সংবাদদাতা, ৩১ জুলাই ঃ গাজীপুরে এক স্কুল ছাত্রকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে তার লাশ বিটিসিএল’র একটি বাগান থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম জনি (১৫)। সে গাজীপুর সিটি কর্পোরেশনের বাড়িয়ালী গ্রামের জাকির হোসেনের ছেলে এবং টিএন্ডটি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

জয়দেবপুর থানার এস আই মোঃ মোমিন মিয়া ও নিহতের নানা আওয়ামীলীগ নেতা জুলহাস উদ্দিন জানান, বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় জনি। স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায় নি। পরদিন বৃহস্পতিবার সকালে নলজানিস্থ গাজীপুর টেলিফোন এক্সচেঞ্জ অফিসের উত্তরে বিটিসিএল’র সেগুন বাগানের একটি পুকুরের পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার দুপুরে তার লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারালো অস্ত্রে তার ঘাড় ও গলার অধিকাংশটুকু কাটা ছিল এবং পেট ও পা’সহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, বুধবার রাতে নির্জনস্থানের ওই বাগানে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও ঘাড়সহ গলার অধিকাংশটুকু কেটে তাকে হত্যা করে পালিয়ে যায়। তবে কি কারণে সে খুন হয়েছে তা জানা যায়নি।
###
মোঃ রেজাউল বারী বাবুল
গাজীপুরে ঈদুল আযহা’র আয়োজন ॥
গাজীপুর সংবাদদাতা, ৩১ জুলাই ঃ গাজীপুরে ঈদুল আযহার প্রধান জামায়াত জেলা শহরের কেন্দ্রিয় ঈদগাহ মাঠে (রাজবাড়ি মাঠ) সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এবার ঈদগাহ মাঠের পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন মসজিদেও ঈদের জামায়াতের আয়োজন করা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই বৃষ্টির আশংকায় স্থানীয়রা বিভিন্ন এলাকার মসজিদে এবারের ঈদের জামায়াতের আয়োজন করেছে। এবারের ঈদে গাজীপুরস্থিত ৫টি কারাগারের বন্দিরা সকাল সাড়ে ৮ টা হতে ৯টার মধ্যে ঈদের নামাজ আদায় করবেন।

ঈদের দিন সকাল ৭টায় ঃ বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস জামে মসজিদ, বাংলাদেশ সমরাস্ত্র কারখানা ঈদগাহ মাঠ (১ম জামায়াত)।

সকাল সাড়ে ৭টায় ঃ গাজীপুর জেলা শহরের কেন্দ্রিয় ঈদগাহ মাঠ (রাজবাড়ি মাঠ), বারইবাড়ী ঈদগাহ মাঠ, বড় কয়ের ঈদগাহ মাঠ, পুবাইল রহমানিয়া মাদ্রাসা ঈদগাহ মাঠ, কালিয়কৈরের আনসার ভিডিপি একাডেমী ঈদগাহ মাঠ, কাপাসিয়া ডিগ্রী কলেজ ঈদগাহ মাঠ, তরগাঁ হাসপাতাল মোড় ঈদগাহ মাঠ, কাপাসিয়া বাজার জামে মসজিদ ঈদগাহ মাঠ।

সকাল ৮টায়ঃ গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা ঈদগাহ মাঠ (১ম জামায়াত), নলজানী মধ্য পাড়া ঈদগাহ মাঠ, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট জামে মসজিদ, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট ময়দান, বাংলাদেশ সমরাস্ত্র কারখানা ঈদগাহ মাঠ (দ্বিতীয় জামায়াত), বোর্ডবাজারস্থিত ইসলামিক ইউনিভারসিটি অব টেকনোলোজী (আইইউটি) কেন্দ্রিয় জামে মসজিদ, ছোট কয়ের দক্ষিণ পাড়া ঈদগাহ মাঠ, বড়াদল ঈদগাহ মাঠ, কামারিয়া ঈদগাহ মাঠ, কুদাবো মুন্সিবাড়ি ঈদগাহ মাঠ, কালীগঞ্জের শাহদের গাঁও ঈদগাহ মাঠ ও মনসুরপুর জামে মসজিদ, কাপাসিয়া উপজেলা পরিষদ জামে মসজিদ, কাপাসিয়ার দরদরিয়া ঈদগাহ মাঠ, হাইলজোর ঈদগাহ মাঠ, খিরাটি ঈদগাহ মাঠ, বড়বের ঈদগাহ মাঠ, ইসলামপুর ঈদগাহ মাঠ, রাউৎকোনা ফাজিল মাদ্রাসা ঈদগাহ মাঠ, আড়াল ঈদগাহ মাঠ, দিগধা ঈদগাহ মাঠ, উত্তর খামের ঈদগাহ মাঠ, রাওনাট স্কুল ঈদগাহ মাঠ, কাশিমপুর কেন্দ্রিয় কারাগার ঈদগাহ মাঠ (১ম জামায়াত), কালিয়াকৈর উপজেলা পরিষদ জামে মসজিদ, সফিপুর কেন্দ্রিয় ঈদগাহ মাঠ।

সকাল সাড়ে ৮টায়ঃ গাজীপুর কোর্ট মসজিদ, বাড়ীয়ালী নলজানী ঈদগাহ মাঠ, মাজুখান ঈদগাহ মাঠ, কালিয়াকৈরের বঙ্গবন্ধু কলেজ মাঠ, কাপাসিয়া বাজার কেন্দ্রিয় জামে মসজিদ, কাপাসিয়ার টোক আহলে হাদীস ঈদগাহ মাঠ, দাম্মারচালা ঈদগাহ মাঠ, নামিলা ঈদগাহ মাঠ, টোক শাহী জামে মসজিদ ঈদগাহ মাঠ, হাজী আব্দুল হামিদ ঈদগাহ মাঠ, কালীগঞ্জ বাজার কেন্দ্রিয় জামে মসজিদ, কালীগঞ্জ আরআরএন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, বালিগাঁও ঈদগাহ মাঠ, ভাতার্দি পুরাতন এসআর অফিস ঈদগাহ মাঠ।

সকাল ৯টায়ঃ গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা ঈদগাহ মাঠ (২য় জামায়াত), শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ। সকাল সাড়ে ৯টায়ঃ শ্রীপুর মাওনা পিয়ার আলী ঈদগাহ মাঠ এবং সকাল ১০টায়ঃ কাশিমপুর কেন্দ্রিয় কারাগার ঈদগাহ মাঠ (২য় জামায়াত), শ্রীপুর পৌর ওয়ায়েদ্দার দিঘী কেন্দ্রিয় ঈদগাহ মাঠ।

সংসদ সদস্য ও কর্মকর্তাদের নামাজ ঃ ঈদের দিন সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রহমত আলী নিজেদের নির্বাচনী এলাকায় ঈদের নামাজ আদায় করবেন বলে জানা গেছে। এছাড়াও অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গগণ নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করবেন এবং স্থানীয়দের সঙ্গে কুশলাদি বিনিময় করবেন। এছাড়াও গাজীপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের অধিকাংশ কর্মকর্তা-কমচারী ও রাজনৈতিক দলসমূহের নেতৃবৃন্দ গাজীপুর জেলা শহরের কেন্দ্রিয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন।

এদিকে গাজীপুরস্থিত ৫টি কারাগারের সবক’টির অভ্যন্তরে বিশেষ ব্যবস্থাপনায় কারাবন্দিদের জন্য ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। ঈদের দিন কারাবন্দিদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছেন।
###
মোঃ রেজাউল বারী বাবুল
গাজীপুর জেলা সংবাদদাতা।
৩১/০৮/২০১৭ ইং।

Check Also

সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।