ঢাকা: নিরপেক্ষ সরকারের অধীনে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন না দিলে যেকোনো পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিশিষ্ট আইনজীবী এডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে একটি আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
খন্দকার মাহবুব বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীকে তদরকির দায়িত্ব দিতে হবে। বেগম খালেদা জিয়া দেশে ফিরে সহায়ক সরকারের যে রূপরেখা দিবেন সেই অনুয়ায়ী নির্বাচন করতে হবে।
তিনি বলেন, দেশে ৫ জানুয়ারির মতো আর কোনো নির্বাচন হবে না। সরকার যদি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দিয়ে অন্য কোনোভাবে করার চেষ্টা করে তাহলে যেকোনো পরিস্থিতির জন্য সরকারই দায়ী থাকবে।
Check Also
ট্রাইব্যুনালে আ.লীগ নেতাদের বিচার দেখতে এসে যা বললেন সাঈদী পুত্র
জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে …