ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল হওয়ার পর সরকার দিশেহারা হয়ে এখন মারমুখি হয়ে উঠেছে।
বৃহস্পতিবার বেলা ১২ টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, সরকার যাদের দিয়ে এতদিন বিরোধীদলের নেতাকর্মীদের গুম করিয়েছে তাদের সুবিধা দিতে গুমের হিড়িক বৃদ্ধি করেছে।
তিনি বলেন, ক্ষমতা চিরস্থায়ী করা ও ধসে পড়া বিচারিক প্রতিষ্ঠানগুলোর কারণে দেশে গুম-অপহরণ বাড়ছে।
Check Also
অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে : অ্যাটর্নি জেনারেল
র্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল …