দৈনিক আমার দেশ পত্রিকার সিনিয়র সহকারী সম্পাদক ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সঞ্জীব চৌধুরী (৬৫) বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটের দিকে রাজধানীর পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে মারা যান। বিএনপির সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
অপরদিকে, প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট কাজী সিরাজ বৃহস্পতিবার রাত ১০ টায় রাজধানীর বনশ্রীর নিজ বাসায় ইন্তেকাল করেন।
কাজী সিরাজ ছিলেন দেশের অন্যতম সাংবাদিক-কলামিস্ট। টানা চার যুগ সাংবাদিকতা করেছেন। রাজনৈতিক সংবাদ বিশ্লেষণ ও মধ্যরাতের টিভি টকশোতে ছিলো তার সরব উপস্থিতি।
দৈনিক আমার দেশ পত্রিকার সিনিয়র সহকারী সম্পাদক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সঞ্জিব চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।
একই সঙ্গে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সঞ্জীব চৌধুরীর মৃত্যুর সংবাদ পেয়েই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার লাশ দেখতে হাসপাতালে ছুটে যান।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান শীর্ষ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।