ঢাকা: মিয়ানমার বাহিনীর হত্যা-নির্যাতনের শিকার অসহায় রোহিঙ্গাদের আশ্রয় দেয়া সরকারের উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার সকালে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, মিয়ানমারে রোহিঙ্গা হত্যার ঘটনা গণহত্যার শামিল। এটা বন্ধ করা উচিত। অবিলম্বে মিয়ানমারের এই গণহত্যা বন্ধ হওয়া দরকার। আর মানবিক দৃষ্টিকোন থেকে হলেও রোহিঙ্গাদের আশ্রয় দেয়া সরকারের উচিত।
Check Also
অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে : অ্যাটর্নি জেনারেল
র্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল …