ঢাকা: শান্তিতে নোবেল পাওয়া মিয়ানমারের নেত্রী অং সান সুচিকে ভয়ঙ্কর খুনি আখ্যাদিয়ে গণহত্যার অভিযোগে তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী আসিফ আকবর।
বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে শিল্পী আসিফ আকবর এ দাবি জানান।
আসিফ তার স্ট্যাটাসে বলেন, বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর খুনি বর্মি বর্গি অং সান সু চিকে গণহত্যার অভিযোগে গ্রেপ্তার করা হোক। আন্তর্জাতিক আদালতে মানবাধিকার লঙ্ঘনের দায়ে বিশেষ ট্রাইব্যুনালে বিচার করা হোক।
তিনি আরও লিখেছেন, বিশ্ব বিবেক জাগ্রত হোক, নির্বিচারে রোহিঙ্গা হত্যাকারী অং সান সু চির শান্তিতে পাওয়া নোবেল কেড়ে নেওয়া হোক। মাতৃভূমিতে বসবাস করতে পারা তাদের অধিকার, রোহিঙ্গাদের সেই অধিকার ফিরিয়ে দেওয়া হোক।
এছাড়া মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরপরাধ মুসলিম রোহিঙ্গাদের নির্বিচারে হত্যার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সুচির কঠোর সমালোচনা করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গণহত্যার জন্য সবাই সুচির বিচার দাবি করে স্ট্যাটাস দিচ্ছেন।
মিয়ানমারের সেনাবাহিনী বর্তমানে রাখাইনে রোহিঙ্গাদের ধরে ধরে গুলি করে মারছে। অথচ সেই সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করছেন অং সান সু চি। রোহিঙ্গা ইস্যুতে সু চির ভূমিকা নিয়ে শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বেই সমালোচনা হচ্ছে।
কেউ কেউ বলছেন, বাংলাদেশের মানুষ আশা করেছিল সু চির দল ক্ষমতাসীন হলে রোহিঙ্গা নির্যাতন বন্ধ হবে। রোহিঙ্গা মুসলিমরা তাদের নিজ মাতৃভূমিতে শান্তিতে অধিকার নিয়ে বসবাস করতে পারবেন। কিন্তু তার উল্টো চিত্র দেখা গেছে তার দল ক্ষমতাসীন হওয়ার পর। এখন আরও বেশি করে অত্যাচার-নির্যাতন নেমে এসেছে রোহিঙ্গাদের ওপর। তার মদদেই রোহিঙ্গাদের ওপর বর্বর নির্যাতন চালানো হচ্ছে মানুষ মনে করে।