রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা-দেশের কয়েকটি স্থানে ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বিভিন্ন স্থানে আজ মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা পালিত দেন। এসব এলাকায় মুসলমানরা ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে মহান আল্লাহর উদ্দেশে পশু কোরবানি দেন।
 প্রতিনিধিদের পাঠানো খবর-

লক্ষ্মীপুর প্রতিনিধি: সৌদি আরবের সাথে মিল রেখে শুক্রবার লক্ষ্মীপুরের ১০টি গ্রামে আগাম ঈদুল আযহা উদযাপন করা হচ্ছে।

জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপা গ্রামসহ ১০টি গ্রামে সহস্রাধীক মুসল্লী ঈদুল আযহা উদযাপন করছেন।

শুক্রবার সকাল ১০টায় রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও বাজারের তালিমুন কোরান নুরানী মাদ্রাসা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা আমিনুল ইসলাম। মুসল্লিরা পৃথকভাবে স্ব স্ব ঈদগাঁ মাঠে আগাম ঈদের নামাজ আদায় করেন।

মাওলানা ইসহাক (রাঃ) অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ পবিত্র ভূমি মক্কা ও মদিনার সঙ্গে সঙ্গতি রেখে গত ৩৭ বছর যাবত ঈদসহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছেন।

মৌলভীবাজার প্রতিনিধি : সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উল আজহার নামায পড়লেন জেলার শতাধিক পরিবারের মুসল্লি। নামাজ শেষে দেশ ও জাতির উদ্দেশ্যে মোনাজাত করা হয়।

শুক্রবার সকাল ৮টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামক বাসার ছাদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজে বিভিন্ন এলাকা থেকে আগত নারী ও পুরুষ অংশ নেয়। নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা মাজেদুল হক সজীব।

এছাড়া জেলার কুলাউড়া, বড়লেখা ও শ্রীমঙ্গলেও পৃথক পৃথক ঈদের নামায আদায় করার খবর পাওয়া গেছে।

আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরীর (পীর সাহেব উজান্ডি) অনুসারী হাফেজ মাজেদুল হক সজীব জানান, ৯ বছর ধরে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখেই ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার এই নামাজ আদায় করছেন।

চট্টগ্রাম ব্যুরো : সাতকানিয়া উপজেলার মির্জাখীল, চরতি, গাটিয়াডাঙ্গা, পটিয়া উপজেলার কালারপোল, হাইদগাঁও, মলপাড়া, বাহুলী, চন্দনাইশের কাঞ্চননগর, পশ্চিম এলাহাবাদ, পূর্ব এলাহাবাদ, মুরাদাবাদ, সাতবাড়িয়া, আনোয়ারার তৈলারদ্বীপ এলাকায় আজ ঈদ।

চট্টগ্রামের এলাহাবাদ দরবার শরীফের অনুসারী পটুয়াখালীর নিশানবাড়িয়া, বাউফলের মদনপুরা, বগা, জৌতা, শাবুপুরা, ঝিলনা, কাছিপাড়া, গলাচিপা উপজেলার ডাউকা, ও কলাপাড়ার নিশানবাড়িয়া এবং বরিশালের সাগরদী এলাকার দাসকাঠী, টিয়াখালীর চৌধুরী বাড়িসহ এলাকার কয়েকশ পরিবার আজ শুক্রবার ঈদুল আজহা উদযাপন করছে।

নগরীর ২৩নং ওয়ার্ডের তাজকাঠি জাহাঁগিরিয়া শাহ সুফি মমতাজিয়া জামে মসজিদ, হরিণাফুলিয়া চৌধুরীবাড়ি শাহ্ সুফি মমতাজিয়া জামে মসজিদ, জিয়া সড়ক শাহ সুফি মমতাজিয়া মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

শরীয়তপুর : শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঐতিহাসিক সুরেশ্বর পীরের অনুসারীরা জেলার ৪টি উপজেলার ৩০টি গ্রামে ঈদুল আজহা পালন করছে।

নোয়াখালী : কালিতারা, জয়কৃষ্ণপুর, অশ্বদিয়া ও পশ্চিম মহাদেবপুর এবং বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউপির বসন্তবাগ, চাঁদ কাশিপুর এলাকার মানুষ আজ ঈদ উদযাপন করছেন।

চাঁদপুর : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, জাকি, প্রতাপুর, বাসারা, ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মতলব উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলার কয়েকটি গ্রামে ঈদ পালিত হচ্ছে।

বাবুগঞ্জ (বরিশাল) : বরিশালের বাবুগঞ্জ উপজেলার ওলানকাঠী এলাকার সরোয়ার খলিফার বাড়ি, খানপুরায় জাহাঙ্গীর সিকদারের বাড়ি, কেদারপুরের মান্নান হাওলাদারের বাড়ি ও মাধবপাশার আমীর দুয়ারী বাড়ির জামে মসজিদে প্রতি বছরের মতো এবারও ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

বাবুগঞ্জের ৫টি ইউনিয়নের ২০টি গ্রামের আড়াই হাজার পরিবার ঈদুল আজহার নামাজ ও পশুজাতি গরু, ছাগল কোরবানি দেন।

টেকেরহাট (মাদারীপুর) : সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের চরকালিকাপুর, মহিষেরচর, পূর্ব পাঁচখোলা, জাজিরা, কাতলা, তাল্লুকসহ ৩০ গ্রামে আজ ঈদ।

রাত পোহালেই পবিত্র ঈদ। ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা।

এই ঈদে চাঁদ দেখা নিয়ে দোদুল্যমানতা নেই। আগেই নির্ধারিত হয়েছে তারিখ। সে অনুযায়ী আগামীকাল ১০ জিলহজ শনিবার পবিত্র ঈদুল আজহা, কোরবানির ঈদ।

ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি করবেন সামর্থ্যবান মুসলমানরা।

ঈদুল আজহার সঙ্গে পবিত্র হজের সম্পর্ক রয়েছে। বৃহস্পতিবার পবিত্র নগরী মক্কার অদূরে আরাফাতের ময়দানে সমবেত হওয়ার মধ্য দিয়ে বিশ্বের ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায় হজ পালন করেছেন।

স্থানীয় হিজরি মাস গণনা অনুযায়ী আজ সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। সকালে মুজদালিফা থেকে ফিরে হাজীরা মিনায় অবস্থান করে পশু কোরবানিসহ হজের অন্য কার্যাদি সম্পাদন করবেন।

ঈদুল আজহা হজরত ইব্রাহিম (আ.) ও তার পুত্র হজরত ইসমাইলের (আ.) সঙ্গে সম্পর্কিত। হজরত ইব্রাহিম (আ.) স্বপ্নে আদিষ্ট হয়ে পুত্র ইসমাইলকে আল্লাহর উদ্দেশে কোরবানি করতে গিয়েছিলেন।

আল্লাহর পক্ষ থেকে এই আদেশ ছিল হজরত ইব্রাহিমের জন্য পরীক্ষা। তিনি পুত্রকে আল্লাহর নির্দেশে জবাই করার সব প্রস্তুতি নিয়ে সেই পরীক্ষায় উত্তীর্ণ হন। ফলে সঙ্গে সঙ্গে পুত্র ইসমাইলের পরিবর্তে পশু কোরবানি করার নির্দেশ আসে আল্লাহর পক্ষ থেকে।

সেই ঐতিহাসিক ঘটনার স্মৃতি ধারণ করেই হজরত ইব্রাহিমের (আ.) সুন্নত হিসেবে পশু জবাইয়ের মধ্য দিয়ে কোরবানির বিধান এসেছে ইসলামী শরিয়তে। সেই মোতাবেক প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য পশু কোরবানি করা ওয়াজিব।

ইসলামে কোরবানি খুবই তাৎপর্যপূর্ণ। পবিত্র কোরআনে সূরা কাউসারে এ ব্যাপারে বলা হয়েছে, ‘অতএব আপনার পালনকর্তার উদ্দেশে নামাজ পড়ুন এবং কোরবানি করুন।’

রাসুল (সা.) বলেছেন, ‘ঈদুল আজহার দিন কোরবানির চেয়ে আর কোনো কাজ আল্লাহর কাছে অধিক পছন্দনীয় নয়।গরু, মহিষ, উট, ভেড়া. ছাগল, দুম্বাসহ যে কোনো হালাল পশু দিয়ে কোরবানি দেয়া যায়।

আগামীকাল সকালে মুসল্লিরা নিকটস্থ ঈদগাহ বা মসজিদে ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন। খতিব নামাজের খুতবায় তুলে ধরবেন কোরবানির তাৎপর্য। কাঁধে কাঁধ মিলিয়ে ধনী-গরিব নির্বিশেষে সবাই একত্রে নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করবেন।

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবনগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। জাতীয় সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেলগুলো ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে।

ঈদের দিন সরকারিভাবে হাসপাতাল, কারাগার, এতিমখানা ও শিশু সদনে উন্নত মানের বিশেষ খাবার পরিবেশন করা হবে।

মঙ্গলবারই রাজধানী থেকে ঘরে ফেরার পালা শুরু হয়েছে। বৃহস্পতিবার শহরের সড়কগুলো ছিল বেশ ফাঁকা। ভিড় ছিল পশুর হাট, বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে।

ঈদযাত্রায় ভোগান্তি কম নয়, এবারও তার কোনো হেরফের হয়নি। কিন্তু প্রিয়জনের সান্নিধ্য লাভ ও আপন ঠিকানায় ফেরার জন্য যাত্রার দুর্ভোগ মেনে নিয়ে সপরিবারে গ্রামে গেছে অসংখ্য মানুষ।

এদিকে রাজধানী ঢাকায় বেশ কয়েকটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে র্যা ব ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নজরদারিতে থাকবে।

Check Also

সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।