১৭ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ঔষধ ও বিভিন্ন প্রকারের আতশ বাজি জব্দ

মীর খায়রুল আলম:
শুক্রবার দিবাগত রাতে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ইন্টেলিজেন্স অফিসার মেজর আব্দুল্লাহ আল মামুন (এসপিপি)’র নেতৃত্বে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার শাখরা বিওপি’র দায়িত্বপূর্ণ বহেরা এলাকায় বিআইপি সদস্য ল্যান্স নায়েক ফারুকের তথ্যের ভিত্তিতে বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় উক্ত মালামাল জব্দ করা হয়েছে। এসময় ভারতীয় আর কে পায়েল ইমিটেশন গলার চেইন ১,২০০ পিস, মূল্য-১,২০,০০০ টাকা, বিভিন্ন প্রকার আতশ বাজি ৫৫,২০০(বুড়িমার চকলেট বোম ৭২০টি, ম্যাজিক গ্রীণ ২৭ টি, গোল্ডেন বেননজা ২১ টি ও হোয়াইট হ্যান্ডার ১২ টি) টাকা এবং বিভিন্ন প্রকার যৌন উত্তেজক ট্যাবলেট ২২০০ পিস (অনাগ্রা ৫০০ পিস ও জেমস বোম বোম ১৭০০ পিস), মূল্য- ২,৬২,০০০টাকার মালামাল আটক করতে সক্ষম হয়। উল্লেখ্য, আটককৃৃত মালামালের সর্বমোট মূল্য-৪,৩৭,২০০(চার লক্ষ সাঁইত্রিশ হাজার দুইশত ) টাকা।

Check Also

কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত ২৬ পর্যটক নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।