ঠাকুরগাঁও: পবিত্র ঈদুল আযহার ত্যাগের মহিমাকে সামনে রেখে বাংলাদেশকে একটি শান্তিময় গণতান্ত্রিক রাষ্ট্রেপরিণত করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি দেশ ও সারা বিশে^র মুসলমানসহ সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানান।
শনিবার ঠাকুরগাঁও বড় মাঠে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ত্যাগের মহিমায় মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক আর দূর হোক মানুষের কষ্ট, যন্ত্রণা বিশেষ করে বন্যায় দুর্গত মানুষের কষ্ট লাঘব হোক।
হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে ত্যাগের মহিমাকে সামনে রেখে সকলের পরস্পর ভ্রাতৃত্ব- সৌহার্দ সম্প্রতি গড়ে তুলে বাংলাদেশকে সবাই মিলে যেন শান্তিময় গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে পারি। সেজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
এদিকে সকাল সাড়ে ৮টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ঈদের প্রধান জামাতে তিনি ঈদের নামাজ আদায় করেন। ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়াল, পুলিশ সুপার ফারহাত আহমেদ, পৌর মেয়র মির্জা ফয়সল আমীনসহ ২০ সহ¯্রাধিক মানুষ নামাজে অংশ নেয়। ঈমামতি করেন ঠাকুরগাঁও বড় মসজিদের ঈমাম মাওলানা খলিলুর রহমান।
Check Also
আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. …