পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে শুক্রবার থেকে টানা ৪ দিনের ছুটির ফাঁদে পড়েছে সাতক্ষীরার একমাত্র ভোমরা স্থল বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম। আগামী ৫ সেপ্টেম্বর থেকে যথারীতি আবারও আমাদানী-রপ্তানী কার্যক্রম শুরু হবে। তবে, এসময় ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।
ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশনের তথ্য কর্মকর্তা বিকাশ বড়–য়া জানান, শুল্ক ষ্টেশন খোলা থাকলেও সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে চার দিন বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে, এই চার দিনে ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন বলে তিনি আরো জানান।
ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এসোসিয়েশনের অর্থ সম্পাদক এস এম মাকসুদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সরকারী তিন দিন ছুটির সাথে আমরা সিএন্ডএফ এজেন্ট ও কর্মচারী এ্যাসোসিয়েশন সম্মিলিতভাবে আরও একদিন (সোমবার) বাড়িয়ে মোট চার দিন বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরো জানান, আগামী ৫ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে আবারও যথারীতি আমাদানী-রপ্তানী কার্যক্রম শুরু হবে।
Check Also
সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ড (রাজারবাগান ও সরকারপাড়া ইউনিট) এর উদ্যোগে …