কক্সবাজার: কক্সবাজার ও বান্দরবানের সীমান্ত এলাকা থেকে আরো চার রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার গভীর রাতে লাশগুলো উদ্ধার করে পুলিশ ও বিজিবি সদস্যরা।
জানা গেছে, বান্দরবানের ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী পয়েন্টে শূন্যরেখার বাংলাদেশের অভ্যন্তরে দুইটি গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেয়। লাশ সীমান্তের জলপাইতলীতে রাখা হয়েছে বলে জানান এক বিজিবি সদস্য।
অন্যদিকে টেকনাফ আরো দুটি লাশ উদ্ধার হয়েছে। টেকনাফ থানার ওসি মো.মাইনুদ্দিন খান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশগুলো উদ্ধার করেছে।
Check Also
ঢাকা প্রসঙ্গে বদলাতে পারে ভারতের পররাষ্ট্রনীতি
পাঁচ দশকের বিরতির পর গত মাসে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে একটি পাকিস্তানি পণ্যবাহী জাহাজ ডক …