রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ঢলের মধ্যেই বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারের অংশে দুটো বিস্ফোরণ ঘটেছে। এ সময় ঘন-কালো ধোঁয়া ও আগুনের কুণ্ডলী দেখা গেছে। একইসঙ্গে গুলির শব্দও শোনা গেছে। খবর রয়টার্সের।
বাংলাদেশের সীমান্তরক্ষী (বিজিবি) সদস্যরা জানিয়েছেন, সোমবার মিয়ানমারের প্রায় ৫০ মিটার ভেতরে তাউং পায়ো গ্রামের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণে এক নারীর পা উড়ে গেছে। তাকে চিকিৎসার জন্য বাংলাদেশে নিয়ে আসা হয়েছে।
সীমান্তরক্ষীদের ধারণা, আহত নারী পূর্ব থেকে পেতে রাখা মাইনের ওপর পা দিয়েছিলেন। যদিও এ বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
গত ২৪ অগাস্ট রাতে রাখাইন রাজ্যে একসঙ্গে ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর রাজ্যের বিভিন্ন স্থানে সহিংসতা ছড়িয়ে পড়ে এ পর্যন্ত ৪০০ মানুষের মৃত্যু হয়েছে।
জাতিসংঘের হিসাব মতে, প্রায় ৯০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। রোহিঙ্গদের ঢল থামার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না।