বাংলাদেশ সীমান্তের কাছে মাইন বিস্ফোরণ

রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ঢলের মধ্যেই বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারের অংশে দুটো বিস্ফোরণ ঘটেছে। এ সময় ঘন-কালো ধোঁয়া ও আগুনের কুণ্ডলী দেখা গেছে। একইসঙ্গে গুলির শব্দও শোনা গেছে। খবর রয়টার্সের।

বাংলাদেশের সীমান্তরক্ষী (বিজিবি) সদস্যরা জানিয়েছেন, সোমবার মিয়ানমারের প্রায় ৫০ মিটার ভেতরে তাউং পায়ো গ্রামের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।Natore 10 FB_IMG_1504533831750

বিস্ফোরণে এক নারীর পা উড়ে গেছে। তাকে চিকিৎসার জন্য বাংলাদেশে নিয়ে আসা হয়েছে।

সীমান্তরক্ষীদের ধারণা, আহত নারী পূর্ব থেকে পেতে রাখা মাইনের ওপর পা দিয়েছিলেন। যদিও এ বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।FB_IMG_1504534375177

গত ২৪ অগাস্ট রাতে রাখাইন রাজ্যে একসঙ্গে ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর রাজ্যের বিভিন্ন স্থানে সহিংসতা ছড়িয়ে পড়ে এ পর্যন্ত ৪০০ মানুষের মৃত্যু হয়েছে।

জাতিসংঘের হিসাব মতে, প্রায় ৯০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। রোহিঙ্গদের ঢল থামার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না।

Check Also

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করেননি সমাজী

জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে আন্তর্জাতিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।