ভারতের মন্ত্রীসভায় রদবদল, নির্মলা প্রতিরক্ষামন্ত্রী

চমক দেখালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার মন্ত্রিসভায় রদবদল করে অতি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন নির্মলা সীমারমনকে। এ পদে প্রথম নারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তারপরই এলেন নির্মলা। রোববার মন্ত্রীসভায় রদবদলে এলেন ৯ নতুন মুখ। পদোন্নতি পেয়েছেন চারজন। পূর্ণ মন্ত্রী হিসেবে যারা দায়িত্ব পেলেন তারা হলেন নির্মলা সীতারমন (প্রতিরক্ষামন্ত্রী), পীযুষ গোয়েল  (রেলমন্ত্রী), ধর্মেন্দ্র প্রধান (পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী, স্কিল ডেভেলপমেন্ট ও শিল্পোদ্যোগ মন্ত্রী), মুখতার আব্বাস নকভি (সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী)। রাষ্ট্রমন্ত্রী হিসেবে এসেছেন অশি^নী কুমার চৌবে (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী), বীরেন্দ্র কুমার (নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী), শিব প্রতাপ শুক্লা (অর্থমন্ত্রী), অনন্ত কুমার হেগড়ে (স্কিল ডেভেলপমেন্ট ও শিল্পোদ্যোগ মন্ত্রী), সত্যপাল সিং (মানবসম্পদ উন্নয়ন, জলসম্পদ, নদী উন্নয়ন ও গঙ্গা সংস্কার মন্ত্রী), গজেন্দ্র সিং শেখাওয়াত (কৃষি ও কৃষক উন্নয়ন মন্ত্রী)। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত হিসেবে এসেছেন হরদীপ সিং পুরি (আবাসন ও নগরোন্নয়ন দফতর), রাজকুমার সিং (বিদ্যুতমন্ত্রী এবং নতুন ও পুনর্ব্যবহারযোগ্য শক্তি বিষয়ক মন্ত্রণালয়), কে আলফোন্স (পর্যটনমন্ত্রী এবং ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়)। মিডিয়ার রিপোর্টে বলা হয়েছে, নির্মলা সীতারমন এর আগে ছিলেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। তাকে আজ পূর্ণমন্ত্রী বানানো হয়েছে এবং নিয়োগ দেয়া হয়েছে প্রতিরক্ষামন্ত্রী পদে। প্রতিরক্ষামন্ত্রী পদে অতিরিক্ত দায়িত্ব পালনকারী বর্তমান অর্থমন্ত্রী অরুণ জেটলির কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেবেন। অরুণ জেটলি বর্তমানে কয়েকদিনের জাপান সফরে রয়েছেন।  এর আগে এ পদে ছিলেন মনোহর হারিক্কর। তাকে কয়েক মাস আগে গোয়ার মুখ্যমন্ত্রী করা হলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব এসে পড়ে অর্থমন্ত্রী করুণ জেটলির কাঁধে। ওদিকে নির্মলা সীতারমন ক্ষমতাসীন বিজেপির সাবেক প্রধান মুখপাত্র ছিলেন। ৫৮ বছর বয়সী নির্মলাকে এখন দেশের নিরাপত্তার মতো গুরুতর দায়িত্ব পালন করতে হবে। কেবিনেট কমিটি অন সিকিউরিটি’তে তাকে ভূমিকা রাখতে হবে। এ কমিটিতে আরো আছেন প্রধানমন্ত্রী মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও অর্থমন্ত্রী অরুণ জেটলি। ২০১৪ সালের ২৬ শে মে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন মোদি। তারপর এবার নিয়ে তিন বার তিনি মন্ত্রীপরিষদে রদবদল আনলেন। নতুন যাদেরকে নিয়োগ দেয়া হয়েছে তারা সবাই ক্ষমতাসীন দল বিজেপির। ওদিকে রোববারের নতুন মন্ত্রীদের নিয়োগ দেয়ার আগে পদত্যাগ করেন ৬ জন মন্ত্রী।

Check Also

ঢাকা প্রসঙ্গে বদলাতে পারে ভারতের পররাষ্ট্রনীতি

পাঁচ দশকের বিরতির পর গত মাসে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে একটি পাকিস্তানি পণ্যবাহী জাহাজ ডক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।