চট্টগ্রাম: মিরপুর টেস্টে জয়ের প্রেরণা নিয়ে চট্টগ্রাম টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে জয় পাওয়ায় অনেকটাই উজ্জীবিত টাইগাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রাম টেস্টেও জিততে বদ্ধপরিকর টিম বাংলাদেশ। সোমবার অজিদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা।
মিরপুর টেস্টে নাটকীয়তা ও রোমাঞ্চ শেষে অস্ট্রেলিয়াকে ২০ রানে পরাজিত করে বাংলাদেশ। সঙ্গত কারণেই চট্টগ্রামে মানসিকভাবে এগিয়ে থাকবে টাইগাররা।
বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন এসেছে। শফিউল ইসলামের বদলি হিসেবে একাদশে ফিরেছেন মুমিনুল হক।
অন্যদিকে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। উসমান খাজ ও জস হ্যাজলউডের বদলি হিসেবে একাদশে ফিরেছেন হিলটন কার্টরাইট ও স্টিভ ও’কিফ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসির হোসেন ও মোস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, স্টিভেন স্মিথ, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, হিলটন কার্টরাইট, ম্যাথু ওয়েড, অ্যাস্টন অ্যাগার, স্টিভ ও’কিফ, প্যাট কামিন্স ও নাথায় লায়ন।
অন্যদিকে বাংলাদেশের কাছে হেরে যাওয়ায় অনেকটাই চাপের মুখে পড়েছে অস্ট্রেলিয়া। সেই চাপ কাটিয়ে চট্টগ্রাম টেস্টে জিতে সম্মান রক্ষা করতে চায় অজিরা। এই টেস্টেও হেরে গেলে যে নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে অবস্থানে পৌঁছবে অস্ট্রেলিয়া। চট্টগ্রামে হেরে গেলে চার নম্বর থেকে ছয় নম্বরে নেমে যাবে সফরকারীরা; ২০০৩ সালে র্যাঙ্কিং চালু হওয়ার পর তাদের জন্য যেটা সবচেয়ে বাজে অবস্থান।
অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জেতা বাংলাদেশকে হাতছানি দিচ্ছে সিরিজ জয়ের সোনালী স্বপ্ন। চট্টগ্রামে জিতলে তো বটেই; ড্র করতে পারলেও ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ের আট নম্বরে ওঠে আসবে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, স্টিভেন স্মিথ, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, হিলটন কার্টরাইট, ম্যাথু ওয়েড, অ্যাস্টন অ্যাগার, স্টিভ ও’কিফ, প্যাট কামিন্স ও নাথায় লায়ন।