পাবনায় নৌকা ভ্রমণে গিয়ে একই পরিবারের ৩জনের মৃত্যু,, ময়মনসিংহে নৌকা ডুবে নিহত ৩

পাবনা: পাবনার চাটমোহর উপজেলার প্রত্যন্ত ছাইকোলা ইউনিয়নের জিয়ালগাড়ী বিলে নৌকা ভ্রমণে গিয়ে রোববার বিকেলে বিদ্যুতায়িত হয়ে পানিতে ডুবে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত দুই সহোদর পৃথক দুটি কলেজের শিক্ষক এবং ছেলেটি স্থানীয় একটি বিদ্যালয়ের ছাত্র।

নিহতরা হলেন- পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের টেবুনিয়া বাজার সংলগ্ন রানীগ্রামের আনোয়ার হোসেন (৪৮) তার ভাই আফজাল হোসেন (৪২) ও ভাতিজা নেহাল ইসলাম (১২)

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেল সাড়ে তিনটার দিকে ওই তিনজনে একটি নৌকায় উঠে বিল ভ্রমণের জন্য। কিছুপথ এগুনোর পর বিলের মধ্যে ঝুলন্ত বৈদ্যুতিক তার নৌকা পেঁচিয়ে গেলে আত্মরক্ষার্থে বিলের পানিতে ঝাঁপ দেয়। এ সময় পানিতে ডুবে তিনজনের সলিল সমাধি হয়।

থানার ওসি আহসান হাবিব জানান, নিহতদের লাশ উদ্ধারে পুলিশ ফোর্স ঘটনাস্থলে গেছে। এলাকাটি প্রত্যন্ত অঞ্চল হওয়ায় যেতে সময়ের প্রয়োজন। উদ্ধারকারী সদস্যরা ফিরে আসলে বিস্তারিত বলা সম্ভব হবে।

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার একটি খালে নৌকা ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
পাগলা থানার ওসি চান মিয়া জানান, রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ইসলামপুর গ্রামের একটি খালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন – ওই গ্রামের জামান উদ্দিনের মেয়ে আসমা আক্তার (২১), ভাতিজি সাদিয়া আক্তার (১৪) ও ভাতিজা সাকিবুল হাসান (১০)।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য তাজুল ইসলাম বলেন, বিকালে আসমাসহ ছয়জন আত্মীয়বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে বলাদাইর খাল পার হওয়ার সময় মাঝখানে নৌকা ডুবে যায়। এতে আসমাসহ তিনজন মারা যান। বাকি তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে।
তিনি আরও জানান স্বজনদের অনুরোধে লাশ ময়নাতন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

Check Also

সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।