ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু ফের জানিয়েছেন, রোহিঙ্গা মুসলিমরা বেআইনি অনুপ্রবেশকারী। ওদের ভারত থেকে বের করেই দেয়া হবে।
মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, ‘আন্তর্জাতিক সংগঠনগুলোকে বলে দিতে চাই, জাতিসংঘের মানবাধিকার কমিশনের আওতায় নথিভুক্ত হোক বা না-ই হোক, রোহিঙ্গারা ভারতের চোখে অবৈধ অনুপ্রবেশকারী। আর আইনে যেহেতু ওরা বৈধ অভিবাসনকারী নয়, ওদের ভারত থেকে বের করে দেয়া হবে।’
কিছুদিন আগেই রিজিজু সরকারি সিদ্ধান্ত ঘোষণা করে ভারতে বসবাসকারী রোহিঙ্গাদের মায়ানমারে ফেরৎ পাঠিয়ে দেয়া হবে বলে জানানোর সঙ্গে সঙ্গে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
সরকারের পদক্ষেপ অমানবিক আখ্যা দিয়ে সরব হয়েছে মানবাধিকার গোষ্ঠীগুলো। ভারত সরকারকে রোহিঙ্গাদের বের করে দেয়া থেকে বিরত রাখার আবেদন জানিয়ে সুপ্রিমকোর্টে পিটিশন দিয়েছেন দুজন রোহিঙ্গাও।
কিন্তু যাবতীয় নিন্দা, সমালোচনা উড়িয়ে পাল্টা রিজিজু বলেন, ‘ভারতই সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি উদ্বাস্তুকে আশ্রয় দিয়েছে। গ্রহণ করেছে। অতএব উদ্বাস্তুদের প্রতি কী করা উচিত, তা নিয়ে কেউ যেন তাকে উপদেশ না দেয়!’
ভারত বিরাট গণতান্ত্রিক ঐতিহ্যের অধিকারী বলে জানিয়ে তিনি বলেন, ‘আমরা আইনি রাস্তায় হাঁটছি, অথচ আমাদের অমানবিক বলা হচ্ছে!’
কেন্দ্র রোহিঙ্গাদের বহিষ্কারের প্রক্রিয়া শুরু করতে সব রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে বলেও জানান রিজিজু।
সহিংসতা থেকে অব্যাহতি পেতে মিয়ানমার ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছে অসংখ্য রোহিঙ্গা। প্রায় ১৪ হাজার জাতিসংঘের মানবাধিকার কমিশনের নথিভুক্ত। তবে বেআইনিভাবে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা ভারতে বসবাস করছে বলে দাবি করে দিল্লি।
Check Also
স্ত্রীকে নিয়ে ঢাকায় রিকশা চালালেন পাকিস্তানের হাইকমিশনার
ঢাকায় রিকশা চালাচ্ছেন পাকিস্তানি হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ! ভাবতে অবাক লাগলেও সম্প্রতি তেমনি এক ঘটনা …