মিয়ানমারে চলমান পাশবিকতা থেকে বাঁচতে নৌকাযোগে বাংলাদেশে আসতে গিয়ে নাফ নদীতে আবারো  নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে শাহপরীর দ্বীপ সৈকত এলাকা থেকে ৬ নারী-শিশুর মরদেহ উদ্ধার করেছে বিজিবি-কোস্টগার্ড। তাদের মধ্যে ৪ শিশু ও ২ নারী রয়েছে।

বুধবার ভোররাতে এ নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন স্থানীয়রা। নৌকাডুবির ঘটনায় এ পর্যন্ত পাওয়া রোহিঙ্গা নারী-শিশু ও পুরুষের লাশের সংখ্যা ৬১-তে এসে দাঁড়িয়েছে।

বুধবার ৬ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন কোস্টগার্ড শাহপরীর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফয়সাল।

সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার সদস্য ফজল করিম জানান, লোক মারফত খবর পেয়েছি- নাফ নদী পার হয়ে আসতে গিয়ে অর্ধডজন নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে  কয়জন ভেসে গেছে তা সঠিক বলা না গেলেও বেলা ১২টা পর্যন্ত ৬ নারী-শিশুর মরদেহ উদ্ধার করা গেছে।

স্থানীয়দের সহায়তায় বিজিবি ও কোস্টগার্ড এসব মরদেহ কূলে তুলে আনে।

টেকনাফ থানার ওসি মাইন উদ্দিন খান বলেন, খবর পেয়েছি- বুধবার ভোররাতে ঝড়ো বাতাসে বৃষ্টিপাত হয়েছে। হয়তো ঝড়ের কবলে পড়ে ডুবে গেছে নদী পারাপাররত নৌকাগুলো। আমরা খোঁজ লাগিয়েছি আর কোনো মরদেহ ভেসে আসছে কিনা।  আর কতোজন মানুষ সেখানে ছিল তাও বের করার চেষ্টা চলছে বলে উল্লেখ করেন ওসি।

Check Also

৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।