গর্ভবতী হওয়ার খুশিতে যুক্তরাষ্ট্রের এক নারী ২০ হাজার মৌমাছিকে পেটের ওপর বসতে দেয়ার সুযোগ করে দিয়েছেন। হঠাৎ এ দৃশ্য দেখলে চমকে যেতে হয়। কিন্তু ওই নারী কোনো ভয় পাচ্ছেন না। তিনি দিব্যি হাসছেন।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরানুযায়ী, যুক্তরাষ্ট্রের এমিলি মুলার তার গর্ভবতী হওয়ার খুশিতেই এমন কাণ্ড ঘটিয়েছেন। এ নিয়ে চতুর্থ সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি। তার আগের তিন সন্তানই মারা যায়। পেশায় এমিলি এক মৌমাছি সংরক্ষণ সংস্থার মালিক। কয়েকদিন আগে তার ইচ্ছা হয় তিনি মৌমাছিদের সঙ্গে ছবি তুলবেন।
এর কারণ তিনি জানান, ‘মৌমাছিরা পরিবেশের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। নিজেদের কাজের মধ্য দিয়ে জীবন-
মৃত্যু দুটোর ছবিই সুন্দরভাবে ফুটিয়ে তোলে ওরা। আমার ইতিমধ্যেই তিনবার মিসক্যারেজ হয়েছে। যে সন্তানরা পৃথিবীর আলো দেখার আগেই চলে গেছে তাদের কথা মনে রেখেই এ ছবিগুলো তুললাম।’
একঝাঁক মৌমাছির স্পর্শ কেমন লাগল এমিলির? এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘গর্ভের ওপর যখন মৌমাছিরা বসে তখন সম্পূর্ণ অন্যরকম অনুভূতি হচ্ছিল। এমন আধ্যাত্মিক অনুভূতি মুখে ব্যাখ্যা করা সম্ভব নয়।’ তবে মৌমাছি শরীরে বসতে দেয়া বিপদের- একথা মানতে নারাজ এমিলি। তিনি বলেন, ‘আমি বরং মানুষকে বোঝাতে চাইছি ওরা একেবারেই ক্ষতিকারক নয়। এ উদ্যোগটাই হয়তো মৌমাছি সংরক্ষণের ব্যাপারে মানুষকে আরও সচেতন হতে সাহায্য করবে।’