পার্লামেন্ট ভেঙে আগাম নির্বাচনের দাবি হাস্যকর: কাদের

নারায়ণগঞ্জ: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের দাবিকে হাস্যকর ও উদ্ভট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা এলাকায় টাচ অ্যান্ড গো পদ্ধতির দুইটি লেনের উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল ও তার দল কোন ক্ষমতা বলে, কোন আইনের বলে; একটা নির্বাচিত বৈধ সরকারের পদত্যাগ চান— এটা আমি জানতে চাই। এ ধরনের দাবি হাস্যকর, উদ্ভট ও ব্যর্থ দলের প্রলাপ ছাড়া আর  কিছুইনা।’
তিনি আরও বলেন, ‘আমরা জনগণের ইচ্ছায় ক্ষমতায় এসেছি। নির্বাচনের মাধ্যমে জনগণের ইচ্ছায় থাকবো। জনগণ না চাইলে চলে যাবো। কিন্তু সংবিধানের বাইরে কিছুই হবে না।  নির্বাচনের মাধ্যমে আমরা এসেছি,  আরেকটা নির্বাচন হবে। সেই  নির্বাচনে যদি  জনগণ আমাদের না চায়, আমরা থাকবো না। বিএনপির ইচ্ছায় আমরা ক্ষমতায় আসিনি। বিএনপির ইচ্ছায় পদত্যাগ করবোও না। বরং ব্যর্থ নেতৃত্বের দায়ে   বিএনপির নেতাদেরই পদত্যাগ করা উচিত।’
মন্ত্রী বলেন, ‘বিএনপি নিজেদের ব্যালেন্স হারিয়ে ফেলেছে। নেগেটিভ পলিটিক্স করতে করতে। বিএনপির তৃনমূলে নেতাকর্মীরা  আজকে হতাশ,  তাদের নেতাকর্মীরা এই ব্যর্থ নেতৃত্বের পদত্যাগ চায়।  ফখরুল সাহেবই পদত্যাগ করুক,  তারই পদত্যাগ করা  উচিত।  কারণ তিনি এ যাবত কালে দলের দায়িত্ব নেওয়ার পর  ১০ মিনিটের জন্য একটি আন্দোলন  দেখাতে পারেননি।  কাজেই ব্যর্থ নেতৃত্বেরই আগে পদত্যাগ করা উচিত। ব্যর্থরাই সব সময় এ ধরনের প্রলাপ বকে।’
তিনি বলেন, ‘আগাম নির্বাচন আগাম রসিকতা ছাড়া কিছুই নয়। দেশে আগাম নির্বাচনের কোন অবকাশ নেই।’
ওবায়দুল কাদের বলেন, ‘একটা নির্বাচিত সরকার, আপনারা (বিএনপি) নির্বাচনে আসেননি বলে, নির্বাচন কি অবৈধ। ২০১৪ সালের ৫ জানুয়ারি  নির্বাচন যদি  অবৈধ হতো; ঢাকায় ১৩৯ দেশের স্পিকার, ডেপুটি স্পিকার , পার্লামেন্টের প্রতিনিধিদের নিয়ে কিভাবে আইপিইইউ সস্মেলন ঢাকায় হলো?  আইপিইইউ সস্মেলন বাংলাদেশের গণতন্ত্রের জন্য সু-খবর। দুনিয়ার সব গণতান্ত্রিক দেশের  যদি আমাদের পার্লামেন্ট ও নির্বাচন  নিয়ে কোনও সংশয় থাকতো। তবে আইপিইইউ সস্মেলন কি করে আমাদের দেশে হলো। সেই প্রশ্ন মির্জা ফখরুল ইামলাম আলমগীরের কাছে রাখতে চাই?  কি করে বাংলাদেশের স্পিকার আইপিইইউ সম্মেলনের প্রেসিডেন্ট নির্বাচিত হলো?  কি করে কমনওয়েলথ পালামেন্ট অ্যাসোসিয়েশনের মতো প্রতিষ্ঠানের চেয়ারম্যান বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হতে পারেন এই প্রশ্নও রাখতে চাই ফখরুল সাহেবের কাছে।’
অতিরিক্ত প্রকৌশলী আব্দুস সবুর, হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এনাম আহেমদ, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা আবু নাসেরসহ সড়ক ও  জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Check Also

অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে : অ্যাটর্নি জেনারেল

র্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।