ঢাকা: নাথান লিওন, স্টিভেন ও’কিফ এবং অ্যাস্টন অ্যাগার যেভাবে একের পর এক উইকেট তুলে নিতে শুরু করেছিলেন, তাতে শঙ্কায় পড়ে গিয়েছিল সবাই- অস্ট্রেলিয়ার ৭২ রানের লিড টপকাতে পারবে তো বাংলাদেশ! শেষ পর্যন্ত সেটা সম্ভব হলো কেবল মুশফিক আর সাব্বিরের দৃঢ়তায়। অস্ট্রেলিয়ার ৭২ রান টপকে দ্বিতীয় ইনিংসে লিড নিল বাংলাদেশ।
তামিম, সৌম্য, ইমরুল, সাকিবের সঙ্গে চার নম্বরে নামা নাসির হোসেনও দলকে বিপর্যয়ে ফেলে দ্রুত আউট হয়ে যান। ৪৩ রানেই পড়ে বাংলাদেশের ৫ উইকেট। শঙ্কাটা বেড়ে গিয়েছিল এ কারণেই সবচেয়ে বেশি। এরই মধ্যে স্টিভেন ও’কিফের বলে একবার সাব্বিরকেও আউট ঘোষণা দিয়ে আঙ্গুল তুলে দিয়েছিলেন আম্পায়ার। রিভিউ থাকার কারণে রক্ষা। বেঁচে যান সাব্বির।
স্টিভেন ও’কিফকে বাউন্ডারি মেরেই বাংলাদেশকে লিড এনে দেন সাব্বির। এখনও পর্যন্ত ৩১ রানের জুটি গড়লেন মুশফিক আর সাব্বির। এ দু’জনের ব্যাটেই এখন স্বপ্ন দেখছে বাংলাদেশ। এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ৫ উইকেট হারিয়ে ৭৪ রান। লিড ১১ রানের। মুশফিক উইকেটে রয়েছেন ১২ রানে এবং সাব্বির রয়েছেন ১৫ রানে।