রোহিঙ্গা পরিস্থিতি সতর্কতার সঙ্গে মোকাবিলা করছে সরকার: সেতুমন্ত্রী

ঢাকা: এ পর্যন্ত বাংলাদেশে দেড় লাখ রোহিঙ্গা প্রবেশ করেছে উল্লেখ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা পরিস্থিতি সতর্কতার সঙ্গে মোকাবিলা করছে সরকার।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের অনুপ্রবেশের এ স্রোত উদ্বেগজনক। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে জাতিসংঘের কাছে দাবি জানানো হয়েছে।

এ সময় তিনি আরও বলেন, ‘রোহিঙ্গা সংকটের মতো বিশাল বোঝা বয়ে বেড়ানোর ক্ষমতা বাংলাদেশের নেই। এ জন্য আমরা বারবার জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করছি।’

Check Also

অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে : অ্যাটর্নি জেনারেল

র্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।