ঢাকা: চট্টগ্রাম টেস্টে বৃহস্পতিবার চতুর্থ দিনের শুরুতেই অস্ট্রেলিয়া অলআউট হয়েছে। তাদের সংগ্রহ ৩৭৭ রান। লিড ৭২ রানের। মুস্তাফিজ পেয়েছেন চার উইকেট।
বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন কোনো রান যোগ না করেই ইনিংস শেষ করল অস্ট্রেলিয়া।
বৃহস্পতিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হয় সকাল সাড়ে ৯টায়।
এদিন ১১ বল খেলে কোনো রান না করেই হাতে থাকা একমাত্র উইকেটটি হারায় অজিরা।
সাকিব আল হাসান দিনের প্রথম ওভার করেন। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে নাথান লিয়নকে ফেরান মোস্তাফিজুর রহমান। স্লিপে ইমরুল কায়েসের হাতে ক্যাচ দিয়ে ৩৭৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। আর অজিরা লিড নেন ৭২ রানের।
এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৩০৫ রানে অলআউট হয়।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …