কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত

কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের বাখইল গ্রামে আধিপত্য বিস্তার কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে উভয় গ্রুপের দুইজন নিহত হয়েছেন।

এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। নিহতরা হলেন- বিল্লাল (৩২) ও এনামুল (৩৫)।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঝাউদিয়া ইউনিয়নের বাখইল গ্রামে আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান কেরামত উল্লাহ ও সাবেক চেয়ারম্যান বখতিয়ার রহমান গ্রুপের কর্মী-সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি রতন শেখ জানিয়েছেন, আধিপত্য বিস্তার কেন্দ্র করে ওই সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঝাউদিয়া ইউনিয়নের বাখইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল  নিক্ষেপ করে। এলাকায় এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে।

Check Also

সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত

মামুন হোসেন নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ( …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।