রোহিঙ্গাদের বাঁচাতে নতজানু পররাষ্ট্রনীতি ছেড়ে ঘুরে দাঁড়ান: রিজভী

ঢাকা: রোহিঙ্গাদের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের এই সমস্যা সমাধানে নতজানু পররাষ্ট্রনীতি ছেড়ে ঘুরে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে এক মানববন্ধনে তিনি এ আহ্বান জানান।

রিজভী বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতন ও হামলায় আমরা উৎকণ্ঠিত। সমগ্র বিশ্ব বিবেক প্রতিবাদে জাগ্রত কিন্তু বর্তমান সরকারের কোন জোরালো অবস্থান, কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।

তিনি আরও বলেন, তারা শুধু মাত্র দায়সারাভাবে রাষ্ট্রদূতকে ডেকে কিছু কথা বলে ছেড়ে দেয়া হচ্ছে। কারণ, বর্তমান ক্ষমতাসীন সরকার গণবিরোধী। জনগণের রায়ে নির্বাচিত নয়। জনগণের ভোটে যদি নির্বাচিত সরকার হতো তাহলে রোহিঙ্গাদের প্রতি সহানুভুতিশীল হতো। আশ্রয়ের পরিবর্তে বন্দুক হাতে দাঁড়িয়ে থাকতো না।

Check Also

সাতক্ষীরা জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা:সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ নভেম্বর) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।