দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া চিত্রনায়িকা ববি ও নবীন অভিনেতা রোশানকে নিয়ে সম্প্রতি নতুন ছবির মহরত করে। ছবির নাম ‘বেপরোয়া’। ছবিটি পরিচালনা করছেন রাজা চন্দ। আর এই মহরত অনুষ্ঠানের পর গত ৫ই সেপ্টেম্বর থেকে রাজধানীর উত্তরায় এ ছবির শুটিং শুরু হয়। এরপর গতকাল এফডিসি’র সাত নম্বর ফ্লোরে আবারো কাজ শুরু করেন তারা। এ সময় ববি মানবজমিনকে বলেন, রোমান্টিক ও পরিবারের গল্প নিয়েই এ ছবির কাহিনী। এ ছবিতে ভিন্ন গেটআপে আমাকে দর্শক দেখতে পাবেন। গতকাল থেকে এফডিসিতে এ ছবির বেশকিছু দৃশ্যের কাজ শুরু হয়েছে। সহশিল্পী হিসেবে রোশান বেশ ভালো কাজ করছেন। আর রাজা চন্দ অনেক গুণী পরিচালক। তার সঙ্গে আমার প্রথম কাজ হলেও আমাদের সঙ্গে বেশ হাসিখুশি মেজাজে রয়েছেন তিনি। আশা করি, আমাদের এ ছবির কাজ দর্শক পছন্দ করবেন। পরিচালক জানিয়েছেন, চলতি মাসের শেষ পর্যন্ত টানা এ ছবির কাজ চলবে। এ ছবিতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করবেন তারিক আনাম খান, নিমা রহমান, শহীদুল আলম সাচ্চু, সাদেক বাচ্চু, রেবেকা, নানা শাহ, শিবা সানু, কমল প্রমুখ। বাংলাদেশ, ভারত ও ইউরোপে এ ছবির বেশকিছু অংশের শুটিং হবে বলে জানিয়েছেন পরিচালক রাজা চন্দ। এদিকে, ববি অভিনীত ও তার প্রযোজনায় ‘বিজলি’ ছবির কাজ প্রায় শেষদিকে। ইফতেখার চৌধুরীর পরিচালনায় নতুন এ ছবির পোস্ট প্রোডাকশনের বেশকিছু কাজ চলছে ভারতে। এ ছবিতে ববির সঙ্গে জুটি হয়েছেন কলকাতার মডেল-অভিনেতা রণবীর। সুপার হিরোইন ঘরানার চলচ্চিত্রে উন্নত প্রযুক্তির ব্যবহার হয়েছে, যা দর্শকদের বিনোদনের খোরাক মেটাবে- জানালেন ববি। ‘বিজলী’ ছবিটির চিত্রনাট্য লিখেছেন ভারতের পেলে ভট্টাচার্য। আর ছবিতে তার বিপরীতে প্রথমবার দেখা যাবে ভারতীয় মডেল ও অভিনেতা রণবীরকে।
Check Also
‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’
টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …