অভয়নগর সংবাদদাতা ঃ অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের বাবুরহাট বাজারে আজ ৮ আগস্ট শুক্রবার আ’লীগ নেতা হুমাউন কবিরের সঞ্চালনায় বাশুয়াড়ী আলিম মাদরাসার ক্বারী মকবুল হোসেনের সভাপতিত্বে নাস্তিকের কুশপুত্তলিকা দাহ ও এক বিশাল সমাবেশ এবং ফাসির দাবিতে সমাবেশ অনুষ্টিত হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, মাও. আশরাফ উদ্দিন, মাও. আব্দুল আজিজ জিহাদী, হাফেজ খায়রুল ইসলাম, মাও. আব্দুর রহিম, হাফেজ মুস্তাফিজুর রহমান, ছাত্রদল নেতা ইউসুফ গাজী, সৈয়দ জাহাঙ্গীর কবির, আ’লীগ নেতা হারুন মোল্যা, তৈয়েব আলী, আব্দুর রহমান, সজিব গাজী, রানা শেখ, শিমুল গাজী, সুলতান মোল্যা, নাজমুল শেখ, মিজান ও তাজাজ্জুদ মোল্যা প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিণ করে। মুসলমানদের শেষ নবী হযরত মুহাম্মদ(সঃ) ও ইসলাম সম্পর্কে কটুক্তি করায় আল আমিন ওরফে আল মামুনের বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তির দাবীতে সমাবেশে বক্তারা বলেন, অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের আলমগীরের (আলম) ছেলে আল আমিন ইংরেজিতে ‘শেখ আল মামুন’ নামে আই ডি ব্যবহার করে ফেসবুকে বিভিন্ন সময়ে ইসলাম ও নবীজীর নামে কটুক্তি করে থাকে। সম্প্রতি গত ২৪ আগষ্ট সে পোস্ট করেছে যে ছাত্র বলাৎকার হুজুরদের ষষ্ট স্তম্ভ হয়ে গেছে,অবশ্য এতে তাদের দোষকি আল্লাহ স্বয়ং বেহেশতবাসীদের জন্য ১৬ বছরের ছেলেদের বলাৎকার করতে রেখেছেন। এছাড়া নবীজী কোরান বোঝেনা বলে তিন তালাক দিয়ে ২টা বউ ছেড়েছেন এবং তার অনুসারীদের একাজের নির্দেশ দিয়েছেন বলে ২৩ আগষ্ট এ পোস্টটি করেছে। এমনিভাবে তার আইডিতে বিভিন্ন সময়ে নবীজী ও ইসলাম সম্পর্কে বাজে মন্তব্য পোস্ট করেছে। এমন মন্তব্য করায় ভৈরব উত্তর পুর্ব এলাকার আলেম সমাজসহ মুসলমানদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া স্বরূপ বিভিন্ন স্থানে প্রতিবাদ শুরু করলে সে আলেমদের জানোয়ার বলে অভিহিত করেন।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …