মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের ওপর চলমান সহিংসতার নিউজ সংগ্রহ করতে যেয়ে দেশটিতে আটক হয়েছেন পাকিস্তানি সাংবাদিক আমের লিয়াকত। মিয়ানমারের ইয়াংগু বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে আটক করে।
ডননিউজ উর্দু জানায়, দেশটির বেসরকারি টেলিভিশন ‘বোল নিউজ’ এর প্রতিনিধি আমের লিয়াকতকে মিয়ানমার পাঠানো হয়েছিল। ইয়াঙ্গু বিমানবন্দরে ওই সাংবাদিককে মিয়ানমার যাওয়ার কারণ জিজ্ঞাসা করে ইমিগ্রেশন কর্মকর্তারা। তাদের সত্যটা বলেও ছিলেন।
টুইটারে এ কথা জানান আমের লিয়াকত। তারপর থেকে তার সঙ্গে আর টিভি চ্যানেল কর্তৃপক্ষ যোগাযোগ করতে পারেনি। আশঙ্কা করা হচ্ছে- তাকে আটক করা হয়েছে।
টুইটারের এক ভিডিও বার্তায় আমের লিয়াকত জানিয়েছিলেন, মিয়ানমার পৌঁছে গেছি। কিন্তু ইমিগ্রেশনে কঠিন পরিস্থিতির মুখোমুখি আছি। আপনাদের নিকট দোয়াপ্রার্থী।