সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল হান্নান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল লতিফ খান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ^াস সুদেব কুমার, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল খালেক, অতিরিক্ত জেলা পুলিশ সুপার কে.এম আরিফুল হক, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. তাওহীদুর রহমান, সাতক্ষীরা এনএসআইয়ের উপ-পরিচালক মো. মোজাম্মেল হক, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ, কলারোয়া উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল আসাদ, কালিগজ্ঞ উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনুদ্দিন, তালা উপজেলা নির্বাহী অফিসার ফরিদ হোসেন, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক তানভীর আহমেদ চৌধুরী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিয়াউদ্দিন আহমেদ, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাস, সাতক্ষীরা সড়ক ও জনপদের উপ-বিভাগীয় প্রকৌশলী সৈয়দ গিয়াস উদ্দিন, জেলা শিক্ষা অফিসার এস.এম ছায়েদুর রহমান, জেলা সহকারী শিক্ষা অফিসার অলোক কুমার তরফদার, সিনিয়র সহকারি পুলিশ সুপার আতিকুল হক, সদর সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ চৌধুরী, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ জেলা সভাপতি মনোরঞ্জন মুখার্জী, জেলা কৃষকলীগের সভাপতি বিশ^জিৎ সাধু, পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা, পৌর কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, জেলা আনসার ভিডিপি’র জেলা কমান্ডিং প্রতিনিধি নুর ইসলাম কাগজি, মাসিক সাহিত্যপাতার সম্পাদক মো. আব্দুর রহমান প্রমুখ। জেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় সুষ্ঠভাবে শারদীয় দূর্গা পুজা উদযাপনে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আলোচনা। যাচাই বাছাই না করে কোন পত্রিকার অনুমোদন না দেওয়া, জেলা আইন শৃঙ্খলা কমিটির সভার সির্দ্ধান্ত পরবর্তী সভায় লিপিবদ্ধ করে সদস্যদের দেওয়া, জেলা খানায় মুসলীম ও হিন্দু ধর্মীয় শিক্ষক নিয়োগ, আশাশুনিতে নিয়োগ বাণিজ্য বন্ধ, সাধারণ ইজিবাইক চালকরা ইতোপূর্বে সাতক্ষীরায় ইজিবাইক সংগঠনের নির্ধারিত অর্থ দিয়ে সংগঠনে অন্তর্ভূক্ত হয়েছে। এরপরেও সাতক্ষীরা পৌরসভা অতিরিক্ত ৫ হাজার টাকা নিয়ে ইজিবাইক চালকদের রেজিষ্ট্রেশন দিচ্ছে। যা সম্পূর্ণ অবৈধ। এ ব্যাপারে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক তানভীর আহমেদ চৌধুরী বলেন, ইজিবাইক রেজিষ্ট্রেশনের ব্যাপারে বিআরটিএর কোন অনুমোদন নেই। এটা অবৈধ যানবাহন। এটা যদি কেউ রেজিষ্ট্রেশন দেয় তাহলে আইনগতভাবে বিআরটিএ দায়ী থাকবে না। সংক্রান্ত বিষয়ে আলোচনা। বিদ্যুতের লোডশেডিং নিরসন, যানজট নিরসন, জঙ্গি তৎপরতা রোধ সংক্রান্ত, রাস্তাঘাট সংস্কার সংক্রান্ত, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। জেলার থানা ওয়ারী মামলা অনুযায়ী আগস্ট ২০১৭ মাসে মামলা হয়েছে ২শ’ ২৬টি। সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় কমিটির সদস্য ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …