ডেস্ক: সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর পদ্ধতিগতভাবে জাতিগত নিধন অভিযান চালানোর জন্য মিয়ানমারের কঠোর সমালোচনা করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান জায়েদ রাদ আল হোসেইন।
সোমবার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) প্রধান বলেন, মিয়ানমার কর্তৃপক্ষ বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করতে মানবাধিকার বিষয়ক তদন্তকারীদের রাখাইনে ঢুকতে দিচ্ছে না। তবে পরিস্থিতি দেখে এটাই প্রতীয়মান হচ্ছে যে, সেখানে সুস্পষ্টভাবে জাতিগত নিধন অভিযান চলছে।
এ যাবত তারা হাজার হাজার মানুষকে বিভিন্ন বিভৎস কায়দায় হত্যা করেছে। ধর্ষণ করেছে গর্ভবতী নারিদেরও। জেলাকে জেলা তারা পুড়িয়ে ফেলেছে। প্রাণ বাঁচাতে দুই সপ্তাহে প্রায় তিন লাখ রোহিঙ্গা পালিয়ে গিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। ইউএনএইচআরসি প্রধান জায়েদ বলেন, মিয়ানমারের এ অভিযান… পরিষ্কারভাবে বাড়াবাড়ি এবং আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন।
ইউএনএইচআরসি বলেন, চলমান সেনা অভিযান বন্ধ, অপরাধে জড়িত সবাইকে বিচার করতে এবং রোহিঙ্গা জনগণের ওপর বৈষম্যের অবসান করতে আমি মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানাই।
Check Also
আজ সাতক্ষীরার বাতাস ‘অস্বাস্থ্যকর’, মাস্ক নিয়ে বের হওয়ার পরামর্শ
আজ সাতক্ষীরার বাতাস অস্বাস্থ্যকর। বাতাসের মান সূচকে আজ সাতক্ষীরার দূষণের মাত্রা ১৬৩। বাতাসের গুণমান সূচক …