এড.আব্দুর রহমান কলেজের   বিএনপি পন্থি শিক্ষক  অধ্যক্ষসহ শিক্ষক কর্মচারীদের উপর হামলা

নিজস্ব প্রতিবেদক : এড.আব্দুর রহমান কলেজের অধ্যক্ষসহ শিক্ষক কর্মচারীদের উপর একদল সন্ত্রাসী বাহিনী কতৃক অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা ১ টার দিকে কলেজ ক্যাম্পাসে। হামলায় এড. আব্দুর রহমান কলেজের বিএনপি পন্থি শিক্ষক অধ্যক্ষ আক্তারুজ্জামান,প্রভাষক আব্দুল কাদের, প্রভাষক পাল সুভাশিষ, প্রভাষক আব্দুল মজিদ, অফিস সহকারী আক্তারুজ্জামান আহত হন। কলেজের শিক্ষকরা এ প্রতিনিধিকে জানান ছাত্রদের ছুটি হলে অধ্যক্ষসহ শিক্ষকরা কলেজের মাঠে আসলে তাদের উপর পূর্বে থেকে ওতপেতে থাকা শিবনগর গ্রামের সুশান্ত কুমার মন্ডলের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী খেজুর ডাঙ্গী গ্রামের রুহুল আমিন, পাইক গাছার নির্মল বৈরাগী, দেবনগরের আব্দুল কাদের, দহাখোলা18 গ্রামের মীর আবু সুফিয়ান,মাটিয়া ডাঙ্গার আ: আহাদ দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। কোন কিছু না বলেই এলো পাতাড়ি ভাবে কিল ঘুশি লাঠি দিয়ে বেধড়ক পিটাতে শুরু করে এক পর্যায় কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামান,অফিস সহকারী আক্তারুজ্জামান গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। তাদের চিৎকার শুনে এলাকার লোকজন এসে তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামান সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া অন্য শিক্ষক কর্মচারীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। এদিকে হামলার ঘটনা শুনে সদর থানা এস আই শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে। তিনি জানান আমরা ঘটনা স্থলে পৌছানের আগে দূর্বিত্তরা পালিয়ে যায়। কলেজের অর্ধক্ষের সাথে কথা বলে জানা যায় ১২ বছর আগে সুশান্ত কলেজে নন এমপিও চাকরি করত । এক যুগ পর সে হঠাৎ করে কোন কিছু না বলে কলেজের ছাত্রছাত্রীরা চলে গেলে তার বাহিনী নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলার ঘটনা শুনে অভিভাবক মহলে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া । কারন তাদের ছেলেমেয়েদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায়। এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা প্রস্তুতি নিচ্ছে বলে ভুক্তভোগীরা প্রতিনিধিকে জানান।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।