রানীশংকৈল প্রতিনিধিঃ-সরকার কলেজ জাতীয়করনের জন্য যে নীতিমালা করেছে সে-নীতিমালার তেমন কোন কমতি নেই আমাদের কলেজের। এই কলেজ প্রায় ৫ একর জমির ওপর ১৯৭২ সাল থেকে স্থাপিত হয়ে অধ্যবিধি যথানিয়মে শিক্ষার্থীদের পাঠদান দিয়ে ভাল ফলাফল করিয়ে আসছে। ডিগ্রী কলেজ রানীশংকৈল শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত। ডিগ্রী কলেজে এখন ১০ টি বিষয়ের ওপর অর্নাস কোর্স চালু হয়েছে। একমাত্র এই কলেজেই ২১ শে ফ্রেবুয়ারীর শহীদদের স্মরনে শহীদ মিনার স্থাপন করা হয়েছে। যে শহীদ মিনার বর্তমানে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার হিসেবে প্রশাসনসহ সর্বস্তরের জনগণ ২১ শে ফ্রেবুয়ারীতে ভাষা শহীদদের শ্রদ্বা নিবেদন করতে আসেন এছাড়াও মহান বিজয় দিবস,স্বাধীনতা দিবস,২১শে ফ্রেবুয়ারীর-মত জাতীয় প্রোগামগুলো এখানেই প্রশাসনিকভাবে পালিত হয়ে আসছে। কলেজে শিক্ষার্থীদের মেধা বিকশিত করার জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও কলেজে শিক্ষার্থীদের জন্য বিএনসিসি প্রশিক্ষন চালু করা হয়েছে এবং মেয়ে শিক্ষার্থীদের জন্য রয়েছে গার্লস ইন রোভার প্রশিক্ষনের ব্যবস্থা। এই কলেজ মাঠে প্রতি বছর বৃহৎ বাঙ্গালী বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এ কলেজের ছাত্র সংখ্যা এইচএসসি অর্নাস ডিগ্রীসহ প্রায় ৫ হাজার। এতগুলো শিক্ষার্থীদের পাঠদানের জন্য রয়েছে নিজ¯ আলাদা আলাদা বিভাগের ভবন। এ কলেজে সকল ধর্মের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। এ কলেজের মাঠ বৃহত্তর পৌরশহরের মানুষের জানাজার মাঠ হিসেবেও ব্যবহার হচ্ছে। এ কারনে উপজেলাবাসীর প্রাণের দাবী ও প্রত্যাশা এই কলেজটি জাতীয়করণ হোক-সে প্রত্যাশা পূরণ হতেও চলছিলো কিন্তু পূরণ হবার পরেও অজ্ঞাত কারনে আবার জাতীয়করণ স্থগিত আদেশ দিয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষ কিন্তু কেন এ স্থগিত আদেশ জানতে চাই রানীশংকৈলবাসী এ কথাগুলো বলছিলেন ঠাকুরগায়ের রানীশংকৈল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম। তিনি সোমবার কলেজ ক্যাম্পাসের প্রধান ফটকে কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের উদ্যোগে এক মানব-বন্ধন অনুষ্ঠানে এ কথাগুলো বলেন। এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ জামালউদ্দীন,প্রভাষক সফিকুল আলম,সুকুমার চন্দ মোদক,তাহের হোসেন,সফিকুল ইসলাম শিল্পীসহ প্রমূখ।
মোঃ আনোয়ার হোসেন আকাশ
রানীশংকৈল(ঠাকুরগাও) প্রতিনিধি
০১৭১৬১২৯৯৬৭
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …